For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের এনআরসি উস্কানি, অমিতের বনগাঁ সভা নিয়ে প্রমাদ গুণছে তৃণমূল, প্রতিবাদে ১ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা

ফের এনআরসি উস্কানি, অমিতের বনগাঁ সভা নিয়ে প্রমাদ গুণছে তৃণমূল, প্রতিবাদে ১ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা

Google Oneindia Bengali News

একুশের ভোটের আগে ফের জেগে উঠছে এনআরসি ইস্যু। কৈলাশ বিজয়বর্গীয় থেকে অমিত শাহ সকলেই বঙ্গে এনআরসি লাঘু নিয়ে সরব হয়েছেন। মতুয়ারা এনআরসির দাবিতে সরব হয়েছে। শান্তনু ঠাকুর প্রকাশ্যে নাগরিকত্ব আইনের দাবি জানিয়েছেন। ভোটের মুখে বনগাঁয় অমিত শাহের সভায় সেই এনআরসি ইস্যু জেগে উঠবে আঁচ করেই তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। ১ ফেব্রুয়ারি এনআরসির প্রতিবাদে ফের পথে নামছে তৃণমূল। ধর্মতলায় এই কর্মসূচিতে থাকবেন শাসক দলের প্রথম সারির নেতারা।

বনগাঁয় অমিত শাহের সভা

বনগাঁয় অমিত শাহের সভা

এবাররের বিধানসভা ভোটে আগে ফের জেগে উঠেছে এনআরসি ইস্যে। বাংলায় এসেই দিল্লির বিজেপি নেতারা এনআরসি ইস্যুতে সরব হয়েছে। মতুয়া ভোট ব্যাঙ্ককে টার্গেট করেই বিজেপি নেতাদের এই এনআরসি জিগিরে উস্কানি বলে মনে করছে রাজনৈতিক মহল। বনগাঁয় সভা অমিত শাহ সেই এনআরসি ইস্যুতেই ফের সরব হবেন এমনই মনে করা হচ্ছে।

তৎপর মতুয়ারা

তৎপর মতুয়ারা

এনআরসি চালুর দাবিতে গত কয়েক মাস ধরে তৎপর হয়ে উঠেছে মতুয়ারা। বিজেপি নেতা শান্তনু ঠাকুর মতুয়াদেপ নিয়ে এনআরসির দাবিতে একাধিক সভা করেছে। মতুয়াদের তুষ্ট করতেই অমিত শাহ এবারের কর্মসূচিতে বনগাঁয় সভা করার কর্মসূচি রেখেছে। কাজেই এবাবের অমিত শাহের সভায় এনআরসির প্রাধান্য পাবে তাতে কোনও সন্দেহ নেই।

তৎপর তৃণমূল

তৎপর তৃণমূল

এনআরসির বিরোধিতায় ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ১ ফেব্রুয়ারি ধর্মতলায় এনআরসির প্রতিবাদে সভা করবে তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্তিত থাকবেন, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। এনআরসির প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। নাগরিত্ব আইনের প্রতিবাদে ফের নতুন করে পথে নামছে শাসক দল।

অমিত শাহের রাজ্য সফর

অমিত শাহের রাজ্য সফর

ফের ২৯ জানুয়ারি রাজ্যে সফরে আসছেন অমিত শাহ। বনগাঁ সহ একাধিক জায়গায় সভা করার কথা রয়েছে অমিত শাহের। বেশ কয়েকজন শাসক দলের নেতাও তৎপর হয়ে উঠেছে বিজেপিতে যোগদানের জন্য এমনই শোনা যাচ্ছে। নতুন করে অমিতের সফরে শাসক দলে ভাঙন শুরু হবে বলে মনে করা হচ্ছে।

কৃষি আইনের বিরোধিতায় প্রথম পদক্ষেপ মমতার, রাজ্য বিধানসভায় বিরোধীতার প্রস্তাবকৃষি আইনের বিরোধিতায় প্রথম পদক্ষেপ মমতার, রাজ্য বিধানসভায় বিরোধীতার প্রস্তাব

English summary
TMC announce rally on 1 February on NRC issue at Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X