For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে 'খাওবাদী'দের উপদ্রব! তৃণমূল আর মাওবাদী এক, বিস্ফোরক রাজু বন্দ্যোপাধ্যায়

শাসকদলের সঙ্গে মাওবাদীদের যোগসাজসের অভিযোগ তুলে আক্রমণ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বিজেপির তরফে রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বুধবার গিয়েছিলেন পুরুলিয়ায়।

  • |
Google Oneindia Bengali News

শাসকদলের সঙ্গে মাওবাদীদের যোগসাজসের অভিযোগ তুলে আক্রমণ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বিজেপির তরফে রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বুধবার গিয়েছিলেন পুরুলিয়ায়। সেখানেই তিনি শাসকদলকে আক্রমণ করেন। বলেন তৃণমূল আর মাওবাদীরা এক।

মুখ্যমন্ত্রীর নির্দেশে দলে বিশেষ 'দায়িত্ব' থেকে অব্যাহতি! শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে তৃণমূলেমুখ্যমন্ত্রীর নির্দেশে দলে বিশেষ 'দায়িত্ব' থেকে অব্যাহতি! শুভেন্দুকে নিয়ে জল্পনা তুঙ্গে তৃণমূলে

তৃণমূল আর মাওবাদী এক

তৃণমূল আর মাওবাদী এক

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আর মাওবাদী এক। এক সময়ের মাওবাদী মদতপুষ্ট জনসাধারণের কমিটির নেতাকে দলে স্থান দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল। মন্তব্য করেছেন রাজু।

বিধানসভা ভিত্তিক বৈঠক

বিধানসভা ভিত্তিক বৈঠক

বুধবার বান্দোয়ান বিধানসভা নিয়ে বৈঠক করেন রাজু বন্দ্যোপাধ্যায়। মানবাজার দুনম্বর ব্লকের বোরোর কালীতলা মোড়ে এই বৈঠক করেন। সেখানে তিনি বলেন, তৃণমূল আর মাওবাদীরা যে এক তা এখন প্রকাশ্যে। আগেকার মাওবাদীরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

রাজুর উপস্থিতিতে দলবদল

রাজুর উপস্থিতিতে দলবদল

রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জঙ্গলমহলে এখন আর তৃণমূল নেই। বরাবাজার ব্লকের বানজোড়ায় তাঁর উপস্থিতিতে দলবদল হয়। তৃণমূল থেকে ২৮ জন এবং সিপিএম থেকে ৮ জন-সহ প্রায় ৩০০ জন বিজেপিতে যোগ দেন।

সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আদিবাসীরা

সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আদিবাসীরা

রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জঙ্গলমহলের আদিবাসীরা সরকারি প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত। তৃণমূলের খাওবাদীরা সব খেয়ে নিচ্ছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, রাজ্য থেকে খাওবাদীদের তাড়ানো এখন শুধু সময়ের অপেক্ষা।

English summary
TMC and Maoist are equal, BJP leader Raju Banerjee say it in Purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X