For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বাড়বাড়ন্ত মিলিয়ে দিল তৃণমূল ও সিপিএমকে! একযোগে ছাপ্পা রুখল দুই দল

বিজেপির বাড়বাড়ন্ত মিলিয়ে দিল তৃণমূল ও সিপিএমকে! একযোগে ছাপ্পা রুখল দুই দল

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে চতুর্থ দফা ভোট হয়ে গেল। চার দফাতেই তৃণমূলের প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। বাংলার দখলের লড়াইয়ে বিজেপি যে কোমর বেঁধেই নেমেছে তা বলার অপেক্ষা রাখে না। হুগলিতে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই ছাপ্পা ভোট একযোগে রুখে দিল তৃণমূল ও সিপিএম।

হুগলিতে ছাপ্পা ভোটের অভিযোগ

হুগলিতে ছাপ্পা ভোটের অভিযোগ

চতুর্থ দফায় বাংলায় ৫ জেলার মোট ৪৪টি কেন্দ্রে নির্বাচন হল। কড়া নিরাপত্তায় নির্বাচন হলেও হিংসার ছবি ফুটে উঠেছে বাংলার ভোটে। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৫ জনের। একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রার্থীদের। এরই মধ্যে হুগলিতে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

ক্যামেরা ঘুরিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভোট

ক্যামেরা ঘুরিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভোট

হুগলি ও চুঁচুড়ায় এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তাঁর উপর হামলার অভিযোগ করেছিলেন। তার অদ্যাবধি পরেই তৃণমূলের প্রার্থী তাঁর গাড়ি ভাঙার ভিডিও প্রকাশ করেন। এর পরেই অভিযোগ ওঠে হুগলিতে ছাপ্পা ভোট চলছে। হুগলির চার-চারটি বুথে ক্যামেরা ঘুরিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভোট দিয়েছে বলে অভিযোগ ওঠে।

প্রতিবাদ জানান বুথে উপস্থিত ভোটাররা

প্রতিবাদ জানান বুথে উপস্থিত ভোটাররা

অভিযোগ, হুগলির শকুন্তলা কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে ঢুকতে যান। ২৪৯, ২৫০, ২৫১, ২৫২ নম্বর বুথের ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে ইভিএম মেশিনে ছাপ্পা ভোট দিতে অগ্রসর হন। এরপর তাঁকে ঘিরে প্রতিবাদ জানান উপস্থিত ভোটাররা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সিপিএম প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের ভোট কর্মীরা।

পুলিশ পালিয়ে যাওয়ার রাস্তা করে দেন, অভিযোগ

পুলিশ পালিয়ে যাওয়ার রাস্তা করে দেন, অভিযোগ

ছাপ্পা ভোট রুখে তৃণমূল ও সিপিএম একযোগে অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার রাস্তা করে দেন বলে অভিযোগ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি বিজেপির সমর্থক। ওই ব্যক্তি বিজেপিতেই ভোট দিতে এসেছিলেন বলে দাবি তাঁদের।

'কোনও বিধিভঙ্গ হয়নি', শোকজের জবাবে কমিশনকেই কাঠগড়ায় তুললেন মমতা 'কোনও বিধিভঙ্গ হয়নি', শোকজের জবাবে কমিশনকেই কাঠগড়ায় তুললেন মমতা

English summary
TMC and CPM both stop rigging alleged against BJP in Assembly Election at Hoogli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X