For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর তোরণের ছবি ছেঁড়া কীসের ইঙ্গিত! তৃণমূল-বিজেপির বাকযুদ্ধে সরগরম পরিস্থিতি

শুভেন্দু অনুগামীরা তোরণ বানিয়েছিলেন নারায়ণ গড়ে। শারদ শুভেচ্ছার সেই ব্যানারে ছিঁড়ে খানখান করে দেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি। কারা এই কাজ করেছে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অনুগামীরা তোরণ বানিয়েছিলেন নারায়ণ গড়ে। শারদ শুভেচ্ছার সেই ব্যানারে ছিঁড়ে খানখান করে দেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি। কারা এই কাজ করেছে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিরোধীদের দিকে। আর বিজেপি-সহ বিরোধীরা অভিযোগ করছে, ওটা তৃণমূলেরই কাজ।

শুভেন্দুর ছবির অংশটা ফালাফালা করে কাটা

শুভেন্দুর ছবির অংশটা ফালাফালা করে কাটা

ষষ্ঠীর দিনে শুভেন্দুর তোরণ লাগানো হয়েছিল নায়ারণগড়ে। তারপরে দেখা যায় শুভেন্দুর ওই তোরণ প্রায় সবটাই ঠিক আছে। শুধু শুভেন্দুর ছবির অংশটা ফালাফালা করে কাটা। এই ঘটনার পরই তরজা শুরু হয়ে যায়। এটাকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

শুভেন্দু অধিকারীর ছবিতে মুড়ে দেওয়া হচ্ছে

শুভেন্দু অধিকারীর ছবিতে মুড়ে দেওয়া হচ্ছে

এদিকে শুভেন্দুর ছবি ছেঁড়ার প্রতিবাদে মৌন মিছিলেন আয়োজন করেছে ব্লক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বেলদাতে মৌন মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে। তার আগে অনুগামীরা শুভেন্দু অধিকারীর ছবিতে মুড়ে দিতে নেমেছেন এলাকা। তারপরে হবে মৌনমিছিল।

প্রতিবাদ সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট

প্রতিবাদ সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট

এর আগে বিজেপির কৃষি আইনের সমর্থনে মিছিলের প্রতিবাদে তৃণমূল বিডিওকে স্মারকলিপি দেয় এবং ভিন্ন একটা গোষ্ঠী পাল্টা মিছিল করে বিজেপির প্রতিবাদে সামিল হয়। এই দুই পৃথক প্রতিবাদ সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়। তারপর ঘটে শুভেন্দুর ছবি ছেঁড়ার ঘটনা।

বিজেপির কীর্তি নাকি তৃণমূল দোষ ঢাকছে

বিজেপির কীর্তি নাকি তৃণমূল দোষ ঢাকছে

এই ছবি ছেঁড়াকে ঘিরে দু-পক্ষের বাকযুদ্ধ সামনে এসেছে। তৃণমূল বলছে- এই ঘটনায় যুক্ত বিরোধীরা। দাদার ছবি ছিঁড়ে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপি। বিজেপি এই অভিযোগের পাল্টা জানিয়েছে, আসলে তৃণমূল এসব বলে নিজেদের দোষ ঢাকতে চাইছে। বিজেপির উপরে চাপাতে চাইছে সব কিছু।

শুভেন্দু এখন জঙ্গলমহলের মুক্তিসূর্য! তৃণমূলের অবহেলায় নতুন নামকরণ একুশের আগেশুভেন্দু এখন জঙ্গলমহলের মুক্তিসূর্য! তৃণমূলের অবহেলায় নতুন নামকরণ একুশের আগে

English summary
TMC and BJP’s fight starts due to Subhendu Adhikari’s picture torn in gateway of Durga Puja in Narayangarh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X