For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়া ভোট নিয়ে তৃণমূল ও বিজেপি উভয়ের চালেই ভুল! একজনকেও করা হল না প্রার্থী

রাজ্যে অন্তত ৮০টি আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। তাই মতুয়া ভোটের লক্ষ্যে তৃণমূল ও বিজেপি উভয়েই ঝাঁপাবে- এটাই ছিল স্বাভাবিক। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশে তার প্রতিফলন পড়ল না।

Google Oneindia Bengali News

রাজ্যে অন্তত ৮০টি আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। তাই মতুয়া ভোটের লক্ষ্যে তৃণমূল ও বিজেপি উভয়েই ঝাঁপাবে- এটাই ছিল স্বাভাবিক। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশে তার প্রতিফলন পড়ল না। মতুয়াদের কাউকেই প্রার্থী করা হল না একুশের বিধানসভা নির্বাচনে। তৃণমূল ও বিজেপির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মতুয়া মহল।

তৃণমূলের পর বিজেপিও একই ভুল করল

তৃণমূলের পর বিজেপিও একই ভুল করল

তৃণমূল এবার মতুয়াদের কাউকেই প্রার্থী করেনি। তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের বড় তরফের মমতাবালা ঠাকুর চেয়েছিলেন মতুয়াদের থেকেও প্রার্থী করা হোক। কিন্তু কাউকে প্রার্থী করা হয়নি। ফলে তিনি ক্ষুব্ধ। ক্ষুব্ধ মতুয়াদেরও অনেকে। এরপর বিজেপিও একই ভুল করল। তাঁরাও মতুয়াদের কাউকেই প্রার্থী করল না।

বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মতুয়ারা

বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মতুয়ারা

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর চেয়েছিলেন মতুয়াদের অন্তত ৩০ জনকে প্রার্থী করা হোক। কিন্তু ৩০ জন তো দূরে থাক বিজেপি একজনকেও প্রার্থী করেনি। এতে শান্তনু ঠাকুর রীতিমতে ক্ষুব্ধ। ক্ষুব্ধ শান্তনুর পিতৃদেব তথা মতুয়া মহাসঙ্ঘের প্রধান সেবায়েত মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন।

তৃণমূল ও বিজেপি মতুয়াদের কাউকেই প্রার্থী করল না

তৃণমূল ও বিজেপি মতুয়াদের কাউকেই প্রার্থী করল না

২০১৯-এ মতুয়াদের সিংহভাগ অংশের সমর্থন পেয়েছিল বিজেপি। নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের ছিনিয়ে নিয়েছিল তৃণমূলের ভোটব্যাঙ্ক থেকে। ফলে তৃণমূলের অনেক আসনে হারতে হয়েছিল ২০১৯-এর লোকসভায়। তার ফলে তৃণমূল মতুয়াদের এবার প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিজেপিও মতুয়াদের কাউকেই প্রার্থী করল না।

মতুয়া-ভোট নিয়ে দায়িত্ব থাকবে না মতুয়া মহাসঙ্ঘের

মতুয়া-ভোট নিয়ে দায়িত্ব থাকবে না মতুয়া মহাসঙ্ঘের

মতুয়াদের থেকে কোনও প্রার্থী না করার সিদ্ধান্ত পুরোপুরি বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে। মতুয়া মহলে এমন আওয়াজ উঠেছে, ২০১৯-এর ভোটে বিজেপিকে আমরা উজাড় করে দিয়েছি। তা সত্ত্বেও এবার প্রার্থী করা হল না। মতুয়ারা এই অপমানের জন্য তৈরি থাকবে। মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তো সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, মতুয়া-ভোট নিয়ে এবার আর কোনও দায়িত্ব থাকবে না মতুয়া মহাসঙ্ঘের।

বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মতুয়ারা!

বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মতুয়ারা!

এখন প্রশ্ন যে মতুয়া ভোট নিয়ে এত দড়ি টানাটানি, সেই মতুয়া ভোটের দিকে চেয়ে কোনও পদক্ষেপ নিল না কেন তৃণমূল বা বিজেপি? তা নিয়ে কাটাছেঁড়া চলছে। এবার মতুয়া ভোট কোন স্রোতে বইবে, তা নিয়ে সংশয় থেকেই গেল। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল বুঝতে পেরে গিয়েছে, বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মতুয়ারা। বিজেপি শুধু নাগরিকত্বের টোপ দিয়ে ভোট নিয়েছিল। আর তৃণমূল মতুয়াদের সবকিছু দিয়েছে। কিন্তু কোনও প্রার্থী না করা ভালো চোখে দেখছেন না মতুয়া সম্প্রদায়।

English summary
TMC and BJP both decide not to do candidate to Matuas in Bengal Election. So Matuas are offended not to be candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X