For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটার কার্ড কেড়ে প্রলোভনে অভিযুক্ত তৃণমূল! সিউড়ির গ্রামে ভোট দিলেন গ্রামবাসীরা

সিউড়ির ল বাগানে ভোটারদের বুথ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

সিউড়ির ল বাগানে ভোটারদের বুথ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়। খবর পাওয়ার পর এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের আধিকারিকরা বুথে নিয়ে যান তাদের। ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি গ্রামবাসীরা।

ভোটার কার্ড কেড়ে প্রলোভনে অভিযুক্ত তৃণমূল! সিউড়ির গ্রামে ভোট দিলেন গ্রামবাসীরা

সিউড়ির ল বাগানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। সেখানে ভোটার কার্ড আটকে রেখে চা খেতে দেওয়া হয়। ভোট দিতে না যাওয়ার জন্য বলা হয়। ভোট দিতে না গেলে কী চান তারা, জিজ্ঞাসা করা হয়। বলা হয় ভোট দিতে না গেলে তারা দলকে দ্বিগুণ সমর্থন করছেন বলে ধরে নেমে দল।

[আরও পড়ুন:এত ছাপ্পা, অশান্তির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাহলে একমাস আগে এসে করল টা কী? উঠছে প্রশ্ন][আরও পড়ুন:এত ছাপ্পা, অশান্তির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তাহলে একমাস আগে এসে করল টা কী? উঠছে প্রশ্ন]

যদিও তাতে রাজি হয়নি গ্রামবাসীরা। ভোটার কার্ড নিয়ে তারা ভোট দিতে যাওয়ার জন্য গো ধরে থাকেন। খবর পৌঁছে যায় সংবাদ মাধ্যমের কাছে। খবর সম্প্রচারিত হওয়ার পরেই এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচনী আধিকারিকরা। গ্রামবাসীদের নিরাপত্তা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। ভোট দিতে যাওয়ার পথে নিজেদের খুশি চেপে রাখতে পারেননি গ্রামবাসীরা।

[আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?][আরও পড়ুন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার মারকাটারি মেজাজে আখেরে কার লাভ হচ্ছে?]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করু][আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করু]

English summary
TMC allegedly obstacle vote process in Suri under Birbhum Constituency
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X