ঝাঁপ ফেলল টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি, পুজোর মুখে কর্মহীন ৭০০

ডানপল, হিন্দুস্তান মোটরস, শালিমার পেন্টস ইত্যাদি ঐতিহ্যবাহী কারখানা বন্ধ হওয়ার পর সেই তালিকা লম্বা করল টিটাগড় ওয়াগন ফ্যাক্টরি। গতকাল অর্থাৎ শনিবার এখানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকদের ওপরই এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।
১৯৯৭ সালে শিল্পপতি জে পি চৌধুরী টিটাগড় পেপার মিলের জমিতে গড়ে তোলেন এই কারখানা। এখন তা দেখভাল করতেন তাঁর ছেলে উমেশ চৌধুরী। তিনিই বর্তমানে টিটাগড় ওয়াগন ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর। উমেশবাবু মিডিয়াকে জানান, "ছ'মাস ধরে আমরা কোনও অর্ডার পাইনি। ৭০০ জন লোককে বসিয়ে বসিয়ে মাইনে দিয়েছি। কিছুদিন আগে রেল আমাদের ১৩৬টি ওয়াগন তৈরির বরাত দেয়। ৩২টি ওয়াগন রেলকে পাঠিয়েও দিয়েছি। হঠাৎ কিছু শ্রমিক গোলমাল শুরু করলেন। অতিরিক্ত টাকা দাবি করলেন। এই বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। তাই কারখানা বন্ধ করে দিয়েছি।" যদিও গোপন সূত্রে খবর, শাসক দলের কয়েকজন স্থানীয় নেতা তোলা দাবি করেছিলেন মোটা টাকা। তা না পেয়ে তাঁরা শ্রমিকদের উসকানি দিতে শুরু করেন। এর জেরেই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয় মালিকপক্ষ।
শ্রমিকদের দাবি, অন্যায়ভাবে তাঁদের কয়েকজন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এরই প্রতিবাদ করায় কারখানা বন্ধ করে দেওয়া হল। সিটু, আইএনটিটিইউসি নেতারা বলেন, শ্রমিকরা পরিশ্রম করলেও তাদের পর্যাপ্ত টাকা পয়সা দেওয়া হয় না। বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হয়। এই বিরুদ্ধে মুখ খোলাতেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে বিক্ষোভ দেখান শ্রমিকরা।