For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ীদের ফেরাতে রেল এখনও পর্যন্ত ২৩৬টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন এ রাজ্যে পাঠিয়েছে

পরিযায়ীদের ফেরাতে রেল এখনও পর্যন্ত ২৩৬টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন এ রাজ্যে পাঠিয়েছে

Google Oneindia Bengali News

কোভিড–১৯–এর জন্য লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পর্যটক, পড়ুয়া ও অন্য যাত্রীদের জন্য ভারতীয় রেল চালু করেছিল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। গত ১ মে থেকে এটি চালু হয়। উদ্দেশ্য আটকে থাকা মানুষদের নিজেদের বাড়ি পৌঁছে দেওয়া। রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সমন্বয়য়ে এই কাজটি অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে সফল হয়েছে।

পশ্চিমবঙ্গে এসেছে ২৩৬টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন

পশ্চিমবঙ্গে এসেছে ২৩৬টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন

প্রচুর সংখ্যায় শ্রমিক স্পেশ্যাল ট্রেন পরিচালনা করার অর্থই হল পরিযায়ী শ্রমিকরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে নিজ নিজ রাজ্যে বাড়ি ফিরতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক স্পেশ্যাল ট্রেন পশ্চিমবঙ্গের স্টেশনে ভালো সংখ্যার পরিযায়ী শ্রমিক নিয়ে আসে। জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে মোট ২৩৬টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন।

 কোন কোন স্টেশনে ট্রেন পৌঁছেছে ট্রেন

কোন কোন স্টেশনে ট্রেন পৌঁছেছে ট্রেন

এর মধ্যে ৪টে ট্রেন ডানকুনি স্টেশনে পৌঁছায়, আটটা পৌঁছায় বহরমপুর কোর্ট স্টেশনে, ২৪টি হাওড়া স্টেশনে, একটি বাঁকুড়া, একটি পুরুলিয়া, চারটে খড়গপুর, ৬২টি নিউ জলপাইগুড়ি, একটি ব্যান্ডেল স্টেশনে, তিনটি কৃষ্ণনগর জংশন, ৫২টি মালদা টাউন স্টেশন, ৪৯টি নিউ কোচবিহার, একটি কোচবিহার, একটি ট্রেন আলুবাড়ি রোড স্টেশন, ২টি দুর্গাপুর, একটি বর্ধমান স্টেশন, একটি কলকাতা স্টেশন ও ২১টটি নিউ আলিপুর দুয়ার স্টেশনে পৌঁছায়।

রাজ্যের কোন কোন স্টেশন থেকে ছাড়ল ট্রেন

রাজ্যের কোন কোন স্টেশন থেকে ছাড়ল ট্রেন

এছাড়াও ১০টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে গিয়েছে। সেগুলি হল হাওড়া থেকে আগরতলা, কলকাতা-পাটনা, ব্যান্ডেল-মুজফ্ফরপুর, হাওড়া-জনপুর, কলকাতা-সিওয়ান, কলকাতা-লখনউ, কলকাতা-আগ্রা, শালিমার-বিকানির, শালিমার থেকে উধামপুর এবং নিউ জলপাইগুড়ি থেকে লখনউ।

স্বাস্থ্য বিধি মানা হচ্ছে প্রত্যেক স্টেশনে

স্বাস্থ্য বিধি মানা হচ্ছে প্রত্যেক স্টেশনে

প্রত্যেক জায়গাতেই স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব, স্যানিটাইজেশন, তাপমাত্রা পরীক্ষা সহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নদিয়ায় তৃণমূলে ভাঙন! ১০০-র বেশি কর্মী, সমর্থকের যোগ কংগ্রেসেনদিয়ায় তৃণমূলে ভাঙন! ১০০-র বেশি কর্মী, সমর্থকের যোগ কংগ্রেসে

English summary
236 shramik special train carrying migrant workers and others stranded in different parts of the country arrived at various stations in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X