ফের বাঘের আতঙ্কে ত্রস্ত ঝাড়গ্রামের একাধিক এলাকা
ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝাড়গ্রাম এলাকায়। বৃহস্পতিবার সকালে জঙ্গলের পাশে থেকে একটি বাছুরের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। তার পর এই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে এই বাছুরটি পাওয়া যায় ঝাড়গ্রাম শহর থেকে সামান্য কিছুটা দুরে মানিকপাড়া এলাকার রাধেশ্যামপুর গ্রামে। যদিও বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে কোনও বাঘের হামলা না।। নেকড়ে জাতীয় জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে এক বাছুরের।

গত মাসে বাঁকুড়া জেলার বারিকুল এলাকার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাকোর লক্ষ্মণপুর এলাকায় একটি প্রাণীর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এলাকায় খাঁচা পাতা হলেও বাঘের কোন সন্ধান পাওয়া যায় নি। তার পর বিভিন্ন এলাকায় বাঘের দেখা পাওয়া গিয়েছে বলে রটে যায়। যদিও ওই সব ক্ষেত্রে বন আধিকারিকরা জানিয়েছেন যে এই জন্তু আসলে বাঘরোল বা মেছো বিড়াল। দেখতে অনেকটা বাঘের মতো।
এই দিন মানিকপাড়া এলাকায় জঙ্গলের মধ্যে যে বাছুরের মৃতদেহ পাওয়া যায় তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। তা দেখে এলাকার লোকজন দাবি করেছেন যে এই বাছুরের মৃত্যু হয়েছে বাঘের হামলাতে।
যদিও ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক বাসব রাজ হেল্লাইচি জানিয়েছেন যে এই এলাকায় অনেক নেকড়ে বাগ বা ইন্ডিয়ান উল্ফ ঘুরে বেড়ায়। মনে হচ্ছে যে বাছুরের মৃত্যু হয়েছে এক নেকড়ের আক্রমণে।