For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বাঘের আতঙ্ক ছড়াল দুর্গাপুরে, আতঙ্কে ত্রস্ত এলাকাবাসী

এবার বাঘের আতঙ্ক ছড়াল দুর্গাপুরে, আতঙ্কে ত্রস্ত এলাকাবাসী

  • |
Google Oneindia Bengali News

এবার বাঘের আতঙ্ক ছড়ালো ইস্পাত নগরী দুর্গাপুরে । মঙ্গলবার রাতে বেনাচিতির প্রান্তিকা এলাকায়, যেখানে দুর্গাপুর স্টিল প্লান্টের একটি স্টোর আছে সেখানে বাঘের মতো হাঁটাচলা করতে দেখা দুটি প্রাণীকে দেখা যায় । তারপরেই এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে । যদিও বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে এই জন্তু আসলে বাঘরোল বা মেছো বিড়াল । " সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সি আই এস এফের দুই জওয়ান ওই জন্তুর ভিডিও তুলেছেন । সেটা আমরা দেখেছি । ওই জন্তুর হাঁটা চলা বাঘের মতোই । জন্তুটি আসলে ফিসিং ক্যাট বা মেছো বিড়াল । আমরা মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বলছি ", বলে জানিয়েছেন দুর্গাপুর এলাকার বিভাগীয় বন আধিকারিক মিলন মন্ডল।

এবার বাঘের আতঙ্ক ছড়াল দুর্গাপুরে, আতঙ্কে ত্রস্ত এলাকাবাসী

উল্লেখ্য দিন কয়েক আগে হুগলি জেলার কোন্নগর এলাকায় একটি প্রাণীকে দেখেও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে । যদিও বন দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন যে সেটি বাঘরোল । তারপর হুগলি জেলা র উত্তরপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল সহ আরও কয়েকটি এলাকায় বাঘরোল দেখা যায় । কয়েকটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ । এর আগে বাঁকুড়া জেলার বারিকুল ও ঝাড়গ্রাম জেলার বিনপুরের কাকো র লক্ষ্মণপুর এলাকায় একটি প্রাণীর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

এই বার বাঘরোল বা মেছো বিড়াল দেখে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বেনাচিতির টাউনশিপ এলাকাতে । সেখানে দুর্গাপুর স্টিল প্লান্টের একটি স্টোর আছে । তার পাশে আছে জলাভূমি ও কিছুটা জঙ্গল মত এলাকা। মঙ্গলবার রাতে সেখানে পাহারা দেওয়ার সময়ে দুটি জন্তুকে দেখতে পান ওই জওয়ানরা । তাদের হাঁটা অনেকটা বাঘের মতো ও অন্ধকারে চোখ জ্বল জ্বল করছিল । তারা দুর থেকে এই জন্তুর কিছু ভিডিও করেন । তার পর তারা সবাইকে জানায় যে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে বাঘ । তারপর বাঘের আতঙ্ক সৃষ্টি হয় । এদিন এই এলাকায় আশেপাশের লোকজন এসে ভিড় জমান । তাদের দাবি মতো এলাকায় তল্লাশি চালায় বন বিভাগের ও পুলিশ। বন বিভাগের কর্মী রা জানিয়েছেন যে এই জন্তু আসলে বাঘরোল বা মেছো বিড়াল । ভয়ের কোন কারণ নেই ।

তবে এই কথা শুনেও আতঙ্ক কাটছে না এলাকার লোকজনের । তাদের কেউ দাবি করেছেন যে গত কয়েক দিন ধরে এই এলাকায় তিনটি ছাগল নিখোঁজ । কারোর মতে কয়েকটা কুকুর পাওয়া যাচ্ছে না ।

English summary
Tiger fear in Durgapur, local feels unsafe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X