For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানে সুন্দরবনে ভেঙেছে নেট ফেন্সিং, নৌকা থেকে বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে

আম্ফানে সুন্দরবনে ভেঙেছে নেট ফেন্সিং, নৌকা থেকে বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে

Google Oneindia Bengali News

সুন্দরবনে ফের বাঘের হানা। নৌকায় হামলা চালিয়ে মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘে। নদীতে ঝাঁপ দিয়ে প্রােণ বাঁচলেন অন্য মৎস্যজীবীরা। এক মৎস্যজীবীকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়েছে দক্ষিণরায়। এমনই জানিয়েছেন সহযাত্রীরা।

আম্ফানে সুন্দরবনে ভেঙেছে নেট ফেন্সিং, নৌকা থেকে বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে

উদয় মিস্ত্রী ও জগডালি নামে দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনের কাকমারিতে। হঠাৎ করে নদীর চরে দেখা দেয় দক্ষিণ রায়। চোখের পলক ফেলার আগেই মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপিয়ে পড়ে বাঘ। জগডালি নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁেচন আর উদয়কে টেনে নিয়ে যায় বাঘ। নদী সাঁতরে কোনও রকমে গ্রামে পৌঁছে উদয়ের বাড়িতে খবর দেন জগডালি। ঘটনা শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনে।

আম্ফানের তাণ্ডবে ছিঁড়ে গিেয়ছে সুন্দরবনের নেটের ফেন্সিং। বাঘ পাহারা দিতে রাত জাগছেন বনকর্মীরা। আতঙ্কে রয়েছেন বাসিন্দা। আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা। ভয়ঙ্কর অবস্থা হয়েছে গোটা জেলার।

গত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশগত আট বছরে ভারতে বিভিন্ন কারণে মোট ৭৫০টি বাঘের মৃত্যু হয়েছে, শীর্ষে মধ্যপ্রদেশ

English summary
Tiger attack fisherman in Sunderban west Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X