For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের প্রাকৃতিক দুর্যোগ! সতর্কবার্তা এইসব অঞ্চলের জন্য

সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। বিশেষ করে রবিবার দুপুর থেকে সোমবার রাতের মধ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। বিশেষ করে রবিবার দুপুর থেকে সোমবার রাতের মধ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে, শনিবার সন্ধেতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ফের প্রাকৃতিক দুর্যোগ! সতর্কবার্তা এইসব অঞ্চলের জন্য

ফের প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা। তবে প্রাথমিকভাবে উপকূল অঞ্চলের মানুষদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তবে রবিবার দুপুর থেকে সোমবার রাতের মধ্যে এক থেকে দেড় মিটার উঁচু ঢেউ আসবে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য আগেভাগেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

একই সতর্কবার্তা জারি করা হয়েছে আন্দামান উপকূলেও।

একইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। দিনের তাপমাত্রা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর আবহাওয়াও তৈরি হচ্ছে। আর বিকেলের দিকে কালবৈশাখী, এটাই দিন কয়েকের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শনিবারও এর কোনও ব্যতিক্রম হবে না।

তবে আবহাওয়া দফতর বলেছে, সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কবার্তার সঙ্গে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কোনও যোগ নেই।

এদিকে, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধেয় দু-দুটি ঝড়ের জেরে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা এবং হাওড়ার বিস্তীর্ণ অংশ। আবহাওয়াবিদরা অবশ্য মঙ্গলবারের ঝড়কে কয়েকদশকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলেই বর্ণনা করেছিলেন।

English summary
Thunder shower may occur isolated places in South Bengal on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X