পিকনিকে গিয়ে চন্দ্রকোণার খালে তলিয়ে গেল তিন যুবক, এলাকায় শোকের ছায়া
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকার কেঠিয়া খাল থেকে উদ্ধার করা হয় তিন যুবকের মৃতদেহ। শনিবার বিকালে চন্দ্রকোনার কাতারডাঙা গ্রাম লাগোয়া এই খালে তলিয়ে যায় তিন জন। পুলিশ জানায় যে এই দিন ওই তিন জনের দেহ উদ্ধার করা হয়। তাদের নাম শুভজিৎ মঙ্গল, শোভনকান্তি রায় ও অনিরুদ্ধ রায় ওরফে অর্ক।

তারা এলাকারই জাড়া গ্রামের বাসিন্দা । শুভজিত্ ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র, শোভনকান্তি রায় কলকাতায় একটি কলেজে অতিথি অধ্যাপক ও অর্ক একটি বেসরকারি সংস্থার কর্মী। তারা আট জন বন্ধু শনিবার কেঠিয়া খালের ধারে পিকনিক করতে গিয়েছিল। সারাদিন হুল্লোড় ও মজা করার পর এই তিন জন এই খালের ধারে ঘুরতে গেলেও ফিরে আসেনি।

তখন বাকিরা তাদের খোঁজ করে । সন্ধ্যায় ওই খালের ধারে তাদের জুতো পাওয়া যায়। পুলিশকে জানানোর পর তাদের খোঁজ করা হয় এই খালে । রবিবার তাদের মৃতদেহ গুলি উদ্ধার করা হয়। পুলিশ মনে করছে যে তারা মদ্যপ অবস্থায় ছিল ও ওই খালে নেমে তলিয়ে যায় । তিন জনের দেহ উদ্ধার করার পর এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।