মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশন! গ্রেফতার প্রেসিডেন্সির পড়ুয়া সহ ৩
প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের অফিসে ঢুকে স্টিং অপারেশনের চেষ্টা। পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে। এঁদের তিনজনই বেলঘড়িয়ার বাসিন্দা এবং একজন প্রেসিডেন্সির ছাত্র বলেই জানা গিয়েছে। কী কারণে স্টিং অপারেশনে তা এখনও জানতে পারেনি পুলিশ।
ঋণ দেওয়ার ক্ষেত্রকে প্রসারিত করল আরবিআই! কোন কোন সংস্থাকে বাড়তি গুরুত্ব, জারি বিজ্ঞপ্তি

স্টিং অপারেশনের অভিযোগ গ্রেফতার ৪
জানা গিয়েছে, ধৃত তিন জন হলন মৃণাল মুখোপাধ্যায়, সঞ্জয় চক্রবর্তী এবং অঙ্কন দত্ত। এই তিনজন বালিগঞ্জ প্লেসের একটি অটোমোবাইল অফিসে ঢুকে মোবাইলে ছবি ও ভিডিও তুলছিল। বিষয়টি নজরে আসতেই ধরা পড়ে যায় তারা। এরপর মদন মিত্রের অভিযোগের ভিত্তিতেই এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

নাম জড়িয়েছে প্রেসিডেন্সির
ধৃত তিন জনের মধ্যে একজন প্রেসিডেন্সির ছাত্র বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে যে খবর পাওয়া গিয়েছে, তাতে এই তিনজনই বিজেপি কর্মী বলে পরিচিত।

ব্ল্যাকমেল করার পরিকল্পনা
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্ল্যাকমেল করার পরিকল্পনা নিয়েই স্টিং অপারেশন শুরু করেছিল ওই তিনজন। পুলিশি জেরার পরেই বিষয়টি পরিষ্কার হবে। তাদের মোবাইল বাজেয়াপ্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

মদন মিত্রের কাছে পরিবারের সদস্যরা
তিনজনের গ্রেফতারের খবর বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যরা মদন মিত্রের সঙ্গে দেখা করেন। তাঁরা ক্ষমাও চান বলে জানা গিয়েছে।