নিহত তৃণমূল নেতার বাড়ি ঘিরে মুহুর্মুহু বোমা-গুলি, তিন তৃণমূল কর্মী খুন ডোমকলে
রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন তিন তৃণমূল কর্মী। এবার অকুস্থল মুর্শিদাবাদের ডোমকল। শনিবার ভোররাত থেকেই বোমা-গুলি চলছিল। উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকলে ভোট পরবর্তী হিংসার বলি হলেন তিন তৃণমূলকর্মী। অভিযোগ, এই খুনের পিছনে রয়েছে সদ্য দলত্যাগীরা। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

মুর্শিদাবাদের ডোমকল ভোটের আগে থেকেই উত্তপ্ত। ভোটের আগেই তৃণমূল নেতা আলতাব খুন হন। ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া নেতার বাড়ি ঘিরে গুলি ও বোমাবাজি চলে। নেতার ছেলে-দাদা ও এক প্রতিবেশীকে খুন করা হয়। অভিযোগ, জেল থেকে ছাড়া পেয়ে আলতাবের খুনিরা এই হামলা চালিয়েছে।
ডোমকলের কুচিয়ামোড়ের বাসিন্দা পঞ্চায়েত কর্মাধ্যক্ষ আলতাব শেখ খুন হন ভোটের আগে। দুষ্কৃতীরা গ্রেফতারও হন। তারাই কয়েকদিন আগে জামিনে ছাড়া পেয়েছে। এই হামলার পিছনে তারাই রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আলতাবের বাড়ি ঘিরে বোমাবাজি ও গুলিকে নিহত হন কর্মাধ্যক্ষ ছেলে সোহেল রানা, দাদা খাইরুদ্দিন মণ্ডল ও প্রতিবেশী রহিতুল শেখ।
নিহত তিনজনই এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। সোহেলের বাবা আলতাব শেখ পঞ্চায়েত কর্মাধ্যক্ষ ছিলেন। লোকসভা নির্বাচনের আগে তাঁকে খুন করা হয়। পরিবারের দাবি, আলতাবকে খুনের সময়ই অভিযুক্তরা সোহেলকে হত্যার হুমকি দেয়। এরপর জামিন মুক্ত হয়ে আলতাবের খুনিরাই এই হত্যালীলা চালিয়েছে।