ভাটপাড়া নিয়ে কৌশলী তৃণমূল, পাল্টা চাল অর্জুনের
ভাটপাড়া নিয়ে কৌশলী তৃণমূল। ৩ তৃণমূল কাউন্সিলর ২ জানুয়ারি কাউন্সিলর বৈঠক ডাকতে চেয়ে নোটিশ দিয়ে বিজেপির ওপর চাপ বাড়িয়েছে। যদিও এর পাল্টা একমাস সময় চেয়ে পাল্টা চিঠি দিয়েছেন ভাটপাড়ার চেয়ারম্যান। অর্জুন সিং জানিয়েছেন, লড়াই হবে আদালতে।

বৈঠক ডাকার দাবি ৩ কাউন্সিলরের
২ জানুয়ারি কাউন্সিলরদের বৈঠক ডাকার দাবি নিয়ে পুরসভার একজিকিউটিভ অফিসারকে চিঠি গিয়েছেন তৃণমূলের ৩ কাউন্সিলর। বিষয়টিতে বিজেপির ওপর যে চাপ বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা জেলা তৃণমূল সভাপতির দাবি ভাটপাড়া তাদের দখলে এসে গিয়েছে। শুধুই প্রমাণের অপেক্ষা।

পাল্টা চাল আর্জুনের
এদিকে ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানিয়েছেন, ভাটপাড়ার চেয়ারম্যানের তরফে একমাস সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরের বলার কোনও এক্তিয়ার নেই বলেও দাবি করেছেন তিনি। তবে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আদালতেই লড়াই হবে।

আত্মবিশ্বাসী অর্জুন
তৃণমূলের দাবিকে আমল দিতে রাজি নন ব্যারাকপুরের সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং। তাঁর দাবি, যাঁরা বিজেপির সঙ্গে ছিলেন, থাকবেন। পুরসভাও তাঁদের হাতেই থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ভাটপাড়ায় বেশিরভাগের সমর্থন দাবি তৃণমূলের
ভাটপাড়ায় বর্তমানে ৩২ জন কাউন্সিলর রয়েছেন। তাঁদের মধ্যে ২২ জনের সমর্থন তাদেরই দিকে। দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এই সংখ্যাটা বেড়ে ২৭ হবে বলেও দাবি করেছেন তিনি। এখন বিজেপিকে সমর্থন করলেও আস্থা ভোটের দিন সমর্থনের সংখ্যাটা বাড়বে বলে জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।