For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়েছেন নদিয়ার TMC বিধায়ক! অভিষেককে দেওয়া চিঠি ঘিরে শোরগোল

বাম আমলের শেষের দিকে মাওবাদীদের দৌলতে সিপিএম নেতা অনুজ পাণ্ডের বাড়ি দেখেছিল বাংলা। কিন্তু গত ১২-১৩ বছরে তার কয়েকগুণ বেশি জৌলুসের একের পর এক তৃণমূল নেতার বাড়িও সবার সামনে এসেছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ছাড়াও আম্

  • |
Google Oneindia Bengali News

বাম আমলের শেষের দিকে মাওবাদীদের দৌলতে সিপিএম নেতা অনুজ পাণ্ডের বাড়ি দেখেছিল বাংলা। কিন্তু গত ১২-১৩ বছরে তার কয়েকগুণ বেশি জৌলুসের একের পর এক তৃণমূল নেতার বাড়িও সবার সামনে এসেছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ছাড়াও আম্ফানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তৃণমূল (trinamool congress) নেতাদের বিরুদ্ধে। এবার চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলার অভিযোগ করে নদিয়ার (Nadia) এক তৃণমূল বিধায়কের (MLA) বিরুদ্ধে চিঠি (letter) পৌঁছল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে।

বিধায়কের বিরুদ্ধে অভিষেকের দফতরে ৩ চিঠি

বিধায়কের বিরুদ্ধে অভিষেকের দফতরে ৩ চিঠি

অভিযুক্ত তৃণমূল বিধায়কের নাম তাপস সাহা। তিনি তেহট্টের বিধায়ক। তবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, তা শুধু তেহট্ট থেকেই নয়, পাশাপাশি অন্য দুই বিধানসভা করিমপুর এবং পলাশিপাড়া থেকেও চিঠি পাঠিয়েছেন অভিযোগকারীরা। নদিয়া তিন বিধানসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যাওয়া তিনটি চিঠির বিষয়ও এক। বিধায়ক তাপস সাহা হাত থেকে বাঁচাতে সাহায্য চাওয়া হয়েছে।

কোটি কোটি টাকা তোলার অভিযোগ

কোটি কোটি টাকা তোলার অভিযোগ

চিঠিতে করা অভিযোগ অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক ছিলেন তাপস সাহা। সেই সময় চাকরি দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন । তবে টাকা নিলেও কারও চাকরি হয়নি বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, বারে বারে টাকা ফেরত চাওয়া হলেও, তাতে কোনও আমল দেননি তৃণমূল বিধায়ক। এছাড়াও সব অভিযোগ একসঙ্গে করলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কোথাও চাকরি, কোথাও লাইসেন্স করে দেওয়ার নাম করে কমবেশি ১৬ কোটি টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক। অভিযোগপত্রের সঙ্গে কে কত টাকা তৃণমূল বিধায়ককে দিয়েছেন, সেই তালিকাও দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে অভিযোগকারীদের নাম, ঠিকানা এবং ফোন নম্বরও।

ভয়ে ভয়ে রয়েছেন

ভয়ে ভয়ে রয়েছেন

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তিন বিধানসভা এলাকার যাঁরা তৃণমূল বিধায়ক তাপস সাহাকে টাকা দিয়েছেন বলে দাবি করছেন, তাঁরা জানিয়েছেন ভয়ের কারণে সামনে প্রতিবাদে সামিল হতে পারছেন না। সবারই এক অভিযোগ এক-একটি চাকরির জন্য ২-৩ লক্ষ টাকা দিয়েছিলেন। তবে কারোর চাকরি হয়নি। এখন সেই টাকাই তাঁরা ফেরত চাইছেন।

বিধায়কের প্রতিক্রিয়া

বিধায়কের প্রতিক্রিয়া

সংবাদ মাধ্যমের কাছে তৃণমূল বিধায়ক তাপস সাহা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যাঁরা তাঁর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করছেন, তাঁরাই আগে প্রমাণ করুন, বলেছেন তৃণমূল বিধায়ক।
চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে তিনি বিধায়ক পদ ছেড়ে দেবেন। এমন কী রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

৮ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া৮ শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

English summary
Three letters send to TMC's Abhishek Banerjee against Nadia MLA Tapas Saha on taking crores of Rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X