For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের শক্তিবৃদ্ধি একুশের আগে, তিন বামনেতাসহ সাতশো কর্মীর যোগদান মুর্শিদাবাদে

শুধু বিজেপি শিবিরেই নয়, ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বাম শিবিরেও মোক্ষম আঘাত করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের পর মুর্শিদাবাদেও বাম শিবিরে ভাঙন ধরাল রাজ্যের শাসক দল।

  • |
Google Oneindia Bengali News

শুধু বিজেপি শিবিরেই নয়, ২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বাম শিবিরেও মোক্ষম আঘাত করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের পর মুর্শিদাবাদেও বাম শিবিরে ভাঙন ধরাল রাজ্যের শাসক দল। মুর্শিদাবাদে সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তিন সিপিএম নেতা-সহ সাত শতাধিক নেতা-কর্মী।

তৃণমূলে যোগ তিন বাম নেতার

তৃণমূলে যোগ তিন বাম নেতার

মঙ্গলবার মুর্শিদাবাদের জেলা কো-অর্ডিনেটর সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিন বাম নেতা। বহরমপুর খাগড়াঘাট এলাকায় অনুগামী কর্মী-সমর্থখদের নিয়ে তিন নেতা যোগ দেন তৃণমূলে। তাঁদের হাতে পতাকা তুলে দেন সৌমিক। এই যোগদানে ফলে তৃণমূল শক্তিবৃদ্ধি করল অধীর চৌধুরীর গড়ে।

সিপিএম ছেড়ে কারা তৃণমূলে এলেন

সিপিএম ছেড়ে কারা তৃণমূলে এলেন

সৌমিক জানিয়েছেন, এসএফআই জেলা সভাপতি জোসেফ হোসেন, সিটুর ফরাক্কা ব্লক সভাপতি অরুণোময় দাস, সিপিএমের জেলা কাউন্সিলের সদস্য আবদুস সালাম যোগ দেন তৃণমূলে। তাঁদের সঙ্গে সাত শতাধিক কর্মীও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

অধীর-গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি

অধীর-গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি

এদিন যোগদান অনুষ্ঠানে সৌমিক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অরিত মজুমদার, বিধায়ক শাহিনা মমতাজ খান, শাওনি সিংহরায়, রবি আলম চৌধুরী, আশিস মার্জিত প্রমুখ। কংগ্রেসের গড়ে বামকে ভেঙে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল।

বিজেপির পাশাপাশি বাম শিবিরেও ফাটল

বিজেপির পাশাপাশি বাম শিবিরেও ফাটল

কোচবিহারেও বিজেপির পাশাপাশি বাম শিবিরে ফাটল ধরিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি হয়েছে একইদিনে। দুই বাম নেতাও তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন এদিন। সিপিএম-ফরওয়ার্ড ব্লক ছেড়েও দুই নেতা নবি ও কালাম যোগ দেন তৃণমূল শিবিরে। এই অনুষ্ঠানেই সাত বিজেপি নেতা-সহ তিনশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

English summary
Three leaders with workers join in TMC leaving left front in Murshidabad. TMC increases power in West Bengal before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X