For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনালী গুহ সহ তৃণমূলত্যাগী ৩ বিধায়ককে নিয়ে বিজেপি কোনপথে হাঁটছে, একনজরে গেরুয়া শিবিরের স্টান্স

সোনালী গুহ সহ তৃণমূলত্যাগী ৩ বিধায়ককে নিয়ে বিজেপি কোনপথে হাঁটছে, একনজরে গেরুয়া শিবিরের স্টান্স

  • |
Google Oneindia Bengali News

অভিমানের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েও টিকিট পাননি তাঁরা। একুশের বিধানসভা মহারণে সেভাবে লড়াইয়ের সুযোগ পাননি সোনালী গুহ থেকে শীতল সর্দার ও দীপেন্দু বিশ্বাসরা। তবে বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যে তাঁরা এবার পেয়েছেন বড় পদ। একনজরে দেখা যাক তিন তৃণমূলত্যাগী নেতাকে নিয়ে বিজেপি কোন পদক্ষেপ নিচ্ছে।

তিন নেতাদের নিয়ে তথ্য

তিন নেতাদের নিয়ে তথ্য

তৃণমূলের সঙ্গে মনোমালিন্য হতেই সোনালি গুহ জানিয়েছেন যে টিকিট না পেলেও তাঁর ক্ষোভ নেই, তবে তৃণমূলে তিনি আর থাকতে চান না, চান সম্মানজনক রাজনীতি করার আঙিনা। এরপরই তৃণমূলের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক চুকিয়ে ২০২১ নির্বাচনের কিছু আগেই বিজেপিতে যোগ দেন সোনালি গুহ। এদিকে, দেখা যায় বিজেপিতে যোগ দিলেও দাপুটে নেত্রী সোনালি গুহ ভোটে লড়ার টিকিট পাননি।তবে এবার সোনালী, দিপেন্দু ও শীতল সর্দারকে নিয়ে বিজেপি নিচ্ছে বড় পদক্ষেপ।

 নয়া পদে তিন তৃণমূলত্যাগী বিধায়ক

নয়া পদে তিন তৃণমূলত্যাগী বিধায়ক

তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একমাস হয়েছে। আর তার পরই দীপেন্দু, শীতল সর্দার ও সোনালি গুহকে বিজেপির রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করে তোলা হয়েছে। একই পদ দেওয়া হয়েছে তৃণমূলত্যাগী জটু লাহিড়িকেও। প্রসঙ্গত , দীপেন্দু বাদে বাকি তিনজনই তৃণমূলের একাধিকবারের বিধায়ক ছিলেন।

কোন লক্ষ্যে বিজেপি?

কোন লক্ষ্যে বিজেপি?

তৃণমূলের থেকে আসা এই নেতা নেত্রীদের আপাতত বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় দেখা যাহে বলে খবর।
এই নেতা নেত্রীদের সাংগঠনিক পদ দিয়ে বিজেপিকে একাংশে মাস্টারস্ট্রোক খেলেছে, তা বলাই যায়।

পদ ও প্রতিক্রিয়া

পদ ও প্রতিক্রিয়া

ভোট পর্বের মাঝেই বিজেপির তরফে এমন পদ পেয়ে খুশি দীপেন্দু বিশ্বাস। এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দীপেন্দু এই পদ পেয়ে সম্মানিত বোধ করছেন। এদিকে, প্রার্থী হতে না পারায় কোনও আক্ষেপের সপর সোনালি গুহর কণ্ঠে শোনা যায়নি। বরং এই পদ পাওয়াকে বাড়তি পাওনা বলে মনে করছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সোনালি গুহ।

অভ্যাস পাল্টাতে সময় লাগবে, তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারে কটাক্ষ দিলীপের অভ্যাস পাল্টাতে সময় লাগবে, তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারে কটাক্ষ দিলীপের

English summary
Three Ex TMC leaders Sonali guha , Shital Sardar, Dipendu Biswas who joined BJP gets news post in party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X