For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির, খড়গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ

ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল। লাইন পার হতে গিয়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। সোমবার রাতে ঝাড়গ্রাম থেকে টাটা যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

Google Oneindia Bengali News

ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল। লাইন পার হতে গিয়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। সোমবার রাতে ঝাড়গ্রাম থেকে টাটা যাওয়ার পথে এই ঘটনা ঘটে। কানিমৌহুলি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনায় খড়গপুর-টাটা শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির

তিনটি হাতি রেললাইন পার হচ্ছিল কানিমৌহুলি স্টেশনের কাছে সেই সময় জ্ঞানেশ্বরী এক্সপ্রেস টাটার দিকে যাচ্ছিল। রাত আড়াইটে নাগাদ ঝাড়গ্রামের গিধনি স্টেশন পার হওয়ার পরই আপ লাইনে ঘটনাটি ঘটে। তারপরই বন্ধ হয়ে যায় খড়গপুর টাটাগামী লাইনের ট্রেন চলাচল। এরপর রেলকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন।

প্রায় একশোজন কর্মী ঝাঁপিয়ে পড়েন রেলের লাইন পরিষ্কার করতে। ট্রেনের ধাক্কায় তিনটি হাতি পড়ে যায়। প্রায় ৩০০মিটার ওভার হেড লাইনের তার ছিঁড়ে যায়। একটি পোল ভেঙে পড়ে। ডাউন লাইনে ট্রেন চালানো হচ্ছে ধীর গতিতে। কিন্তু আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক করতে সময় লেগে যাবে মঙ্গলবার প্রায় পুরো দিনই।

প্রতি বছরই দলমা হাতির দল বের হয়ে বিভিন্ন জঙ্গলে প্রবেশ করে। লোকালয়েও চলে আসে। ফলে ট্রেন লাইন পার হওয়ার সময় ঘটে বিপত্তি। বিশেষ করে রাতের দিকে সমস্যা তৈরি হয়। বছর তিনেক আগে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার কলাইকুণ্ডা রেঞ্জে অষ্টমীর দিন এইরকম ঘটনা ঘটে।

English summary
Three elephants are died in train accident at Jhargram. This incident occurs at the time of cross the rail line.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X