For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দমদম জেলে সংঘর্ষে মৃত তিন বন্দি, বোমা-গুলি চালানোর অভিযোগ

দমদম জেলে সংঘর্ষে মৃত তিন বন্দি, বোমা-গুলি চালানোর অভিযোগ

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

বিচারাধীন বন্দিদের সঙ্গে জেল কর্মীদের খণ্ডযুদ্ধে মৃত্যু হল তিন বন্দির। গুরুতর জখম অন্তত ১২ জন। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। যদিও জেলের তরফের দাবি, একজন বন্দির মৃত্যু হয়েছে। সেই দেহ ঘিরে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বন্দিরা।

দমদম জেলে সংঘর্ষে মৃত তিন বন্দি, বোমা-গুলি চালানোর অভিযোগ

জেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ তারিখ পর্যন্ত অচলাবস্থা গোটা রাজ্য তথা দেশে। একপ্রকার বন্ধ আদালত। করোনা সংক্রমণের প্রতিরোধে পরিবারের সঙ্গে দেখা করাও বন্ধ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ। ফলে একদিকে যেমন বন্দিরা জামিন পাচ্ছে না। অন্যদিকে, পরিবার-পরিজনের সঙ্গে দেখা করাও বন্ধ। যাতে ক্ষিপ্ত হয়ে গিয়েছে জেলের মধ্যে থাকা বন্দিরা। শনিবার সকালে এমনই ক্ষোভের বহিপ্রকাশ ঘটল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।

ঘটনার সূত্রপাত জেল কর্মীদের সঙ্গে বচসা দিয়েই। পরে তা ব্যাপক আকার ধারণ করে। ব্যাপক গন্ডগোল থেকে দফায় দফায় ইট বৃষ্টি শুরু হয় সংশোধনাগারে ভিতরে। এমনকি ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে জেল কর্তৃপক্ষের তরফে।

পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড গুলি চালায় জেল কর্মীরা। বন্দিদের তরফ থেকেও পাল্টা বোমা-গুলি চালানো হয় বলে অভিযোগ। জেলকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাথমিকভাবে কয়েকজন কয়েদি আহত হয়। আহত হন জেল কর্মীরাও। এমনকী গ্যাস সিলিন্ডার ফাটানো হয় বলেও খবর। তবে জেলের ভিতরে গুলি, বোমা কীভাবে পৌঁছলে তা নিয়েই উঠছে প্রশ্ন।

পরে পরিস্থিতি সামাল দিতে দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী, ব়্যাফ, কমব্যাট ফোর্স এবং দমকল বাহিনী। তার পরেও উত্তেজনা সামাল দেওয়া যায়নি। জেলের ভিতরে থাকা কম্বল কারখানায় দাউদাউ করে জ্বলছে আগুন। সেই আগুন এখনও নেভানো যায়নি বলে খবর।

English summary
Three died as Dumdum jail witness jailmate and police clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X