For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণতন্ত্রের তিন মারাত্মক ছবি যা চমকে দেবে আপনাকেও, সাক্ষী বাংলার পঞ্চায়েত ভোট

বুথে ঢুকে ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়া, জল ঢেলে দেওয়া এমনকী ভোট চলাকালীন ব্যালট বক্স ভেঙে ভোট গণনার ঘটনা ঘটে বাংলার পঞ্চায়েত নির্বাচনে।

Google Oneindia Bengali News

বাংলার গণতন্ত্রের তিন মারাত্মক ঘটনার সাক্ষী থাকল এবারের পঞ্চায়েত নির্বাচন। শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটগ্রহণ হলেও, বাংলার ভোটে গণতন্ত্র হরণের চেষ্টাকে রুখতে পারল না নির্বাচন কমিশন। বুথে ঢুকে ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়া, জল ঢেলে দেওয়া এমনকী ভোট চলাকালীন ব্যালট বক্স ভেঙে ভোট গণনার ঘটনা ঘটে।

গণতন্ত্রের তিন মারাত্মক ছবি যা চমকে দেবে আপনাকেও, সাক্ষী বাংলার পঞ্চায়েত ভোট

[আরও পড়ুন:নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, দেখুন ভিডিও ][আরও পড়ুন:নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, দেখুন ভিডিও ]

আক্ষরিক অর্থেই গণতন্ত্রের উৎসব সন্ত্রাসের চেহারা নিল। রক্ত ধরল, প্রাণ গেল, সংঘর্ষ, উত্তেজনা, ব্যালট বক্সের পেপার নষ্ট করা- সবই ঘটে গেল এবারের নির্বাচনে। সুষ্ঠু-অবাধ নির্বাচন করে দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থ হল নির্বাচন কমিশন। ব্যর্থ রাজ্য সরকারও। বুথের ব্যালট বক্সকেও নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাজ্যের পুলিশ, ব্যর্থ হল কমিশন।

ছবি ১ : জলপাইগুড়ির রাজগঞ্জে শিকারপুর ভেট কেন্দ্রের ব্যালট বক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। বুথের ভিতরে এই অগ্নিকাণ্ডের পর স্বাভাবিকভাবেই ভোট বন্ধ হয়ে যায়। রাজগঞ্জের তেঁতুলতলার ৫৪ নম্বর বুথে পুনরায় ভোটগ্রহণ ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই। কমিশন এই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দিয়েছে। পুনরায় ভোট গ্রহণ করা হবে এই বুথে।

ছবি ২ : জলপাইগুলির রাজগঞ্জে যখন ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, তখন রাজারহাটে কাশীনাথপুরে ১৯২ বুথের গ্রামবাসীরাই ব্যালট বক্সে জল ঢেলে দেন। গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকে এই বুথে ব্যাপক ছাপ্পা ভোট চলছিল। সেই কারণেই গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিবাদে শামিল হন। এবং বুথে ঢুকে ব্যালট বক্সে জল ঢেলে দেন।

ছবি ৩ : ভোট চলাকালীনই ব্যালট বক্স খুলে ভোট দেওয়া ব্যালট পেপার বের করে গুণতে শুরু করলেন একদল দুষ্কৃতী। এই ঘটনাতেও অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে। মুর্শিদাবাদের রেজিনগরে এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখল কর নেয়। তারপর ব্যালট বক্স খুলে ভোট গণনা করতে শুরু করে।
এছাড়া বিভিন্ন জায়গায় ব্যালট বক্স ছিনতাই করে জলে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বর্ধমানের পূর্বস্থলীতে বুথে ঢুকে ব্যালট বক্স ছিনতাই করে পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষে লিপ্ত হন তৃণমূল কংগ্রেস ও বিরোধী দলের কর্মীরা।

[আরও পড়ুনতুঙ্গে সন্ত্রাস! পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত সংবাদমাধ্যম ][আরও পড়ুনতুঙ্গে সন্ত্রাস! পঞ্চায়েত নির্বাচনে আক্রান্ত সংবাদমাধ্যম ]

English summary
Three deadly pictures of democracy were caught in the panchayat elections of Bengal. The unrest situation creates again in West Bengal Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X