For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম পরিবারে জন্ম জগন্নাথ-বলরাম-সুভদ্রার! 'চমৎকার' ঘটিয়ে সম্প্রীতির নজির

দুইটি কোলের ছেলে গেছে পর পর...। বিসর্জন কবিতায় কবিগুরু বর্ণনা দিয়েছিলেন মল্লিকার জীবনের করুণ কাহিনির। বীরভূমের লুৎফা বিবিরও কম দুঃখ ছিল না পর পর চার কোলের সন্তানকে হারানোয়।

Google Oneindia Bengali News

দুইটি কোলের ছেলে গেছে পর পর...। বিসর্জন কবিতায় কবিগুরু বর্ণনা দিয়েছিলেন মল্লিকার জীবনের করুণ কাহিনির। বীরভূমের লুৎফা বিবিরও কম দুঃখ ছিল না পর পর চার কোলের সন্তানকে হারানোয়। তারপরই সন্তান লাভের আশায় অবলম্বন করেছিলেন কৃত্রিম পদ্ধতির। সেই পদ্ধতি মেনেই একসঙ্গে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম লাভ। সম্প্রীতির অনন্য নজির মহম্মদবাজারে।

মুসলিম পরিবারে জন্ম জগন্নাথ-বলরাম-সুভদ্রার, সম্প্রীতির নজির

মা হতেই পারছিলেন না লুৎফা বিবি। এতদিন মা না হওয়ার সব দুঃখ ঘুচে গেল একসঙ্গে তিন তিন সন্তানকে লাভ করায়। দুই ছেলে এক মেয়ে। চমৎকার ঘটল লুৎফা বিবির জীবনে, তাঁর পরিবারেও। বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস দেবাংশীর পরামর্শে লুৎফার কোলজুড়ে এল সন্তান।। আইইউআই পদ্ধতি মেনে তিন সন্তানের মা হলেন তিনি। সম্প্রীতির বার্তা রেখে তাঁদের নামকরণ করলেন লুৎফা। দুই পুত্রের নাম রাখলেন জগন্নাথ আর বলরাম। আর মেয়ে সুভদ্রা।

ডাক্তার দেবাংশী বলেন, গর্ভেই চার সন্তান হারিয়েছিলেন মা। তারপর আমার কাছে এসেছিলে। সমস্ত কথা শুনে আমি কৃত্রিম পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিই। সেইমতো শুরু হয় প্রক্রিয়া। চিকিৎসার শুরুতে দেখা যায় কৃত্রিম পদ্ধতিতে তিন সন্তান রয়েছে মায়ের গর্ভে। ডাক্তাররা আশঙ্কিত হয়ে পড়েছিলেন।

কারণ একসঙ্গে তিন সন্তানকে গর্ভে রাখা ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও লুৎফা বিবি ও তাঁর পরিবার চেয়েছিলেন তিনজনকেই রাখতে, সেইমতো চিকিৎসা বিজ্ঞান এই পদ্ধতিতে একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ করায় সফলতা পেল। লুৎফা বিবিও খুব খুশি একসঙ্গে তিন সন্তানকে বুকে পেয়ে। ঘর আলো করে তাঁদের সংসারে এল জগন্নাথ-বলরাম-সুভদ্রা।

English summary
Three child birth together in an artificial method at Muslim family in Bibhum. There named is Jagannath, Balaram and Subhadra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X