For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার উপনির্বাচনেও আধাসেনা! সব বুথে বাহিনী পাওয়া নিয়ে প্রশ্ন

রাজ্যের তিন কেন্দ্রে এবারের নির্বাচন হতে চলেছে আধাসামরিক বাহিনীর অধীনে। সেই বাহিনীও দিন কয়েকের মধ্যেই এসে পড়বে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের তিন কেন্দ্রে এবারের নির্বাচন হতে চলেছে আধাসামরিক বাহিনীর অধীনে। সেই বাহিনীও দিন কয়েকের মধ্যেই এসে পড়বে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মনোনয়ন পর্ব শেষ হওয়ার আগেই আসবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে ৩ কেন্দ্রে উপনির্বাচন হবে ২৫ নভেম্বর। নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তিন কেন্দ্রের জন্য তিন পর্যবেক্ষণ পৌঁছে গিয়েছেন।

এবার উপনির্বাচনেও আধাসেনা! রাজ্যে আসছে কয়েকদিনের মধ্যে

বুধবার রাজ্যের তিন আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বৃহস্পতিবার সেগুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে খবর সোমবারের আগেই এসে পড়বে কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, নদিয়ার করিমপুরে বুথের সংখ্যা ২৬১ টি। অন্যদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে বুথের সংখ্যা ২৭০ টি করে। তবে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর সম্ভাবনা এবারও নেই বলেই জানা গিয়েছে। কেননা এই মুহুর্তে দেশের আধা সামরিক বাহিনীর একটা বড় অংশ রয়েছে জম্মু ও কাশ্মীরে।

কমিশনের মতে খড়গপুর সদরের তুলনায় করিমপুর এবং কালিয়াগঞ্জ বেশি স্পর্শকাতর। কেননা দুটি কেন্দ্র সীমান্ত লাগোয়া। এই দুটি জায়গাতেই গণ্ডগোল পাকিয়ে অন্যদিকে পালিয়ে যাওয়ার সুবিধাও রয়েছে।

English summary
Three Byelections in West Bengal will be held under the supervision of Paramilitary Force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X