ফের শ্যুট আউট! ভাটপাড়া-শ্যামনগর-মুর্শিদাবাদ উত্তপ্ত, রাজ্যে হিংসার বলি আরও ৩
ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল ভাটপড়ায়। ফের চলল গুলি। সেই গুলি কাড়ল যুবকের প্রাণ। পুলিশ জানিয়েছেন মৃতের নাম প্রভু সাউ (৩০)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার কাঁকিনাড়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। শুক্রবার সকালে তাঁকে ঘিরে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।

প্রভুকে বারাকপুর বিএনপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে প্রভু সাউয়ের। তাঁর মাথার পিছনে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। টিটাগড় থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলার জেরে এই ঘটনা ঘটে। তবে পুলিশের খাতায় প্রভু সাউয়ের নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে কাঁকিনাড়ার ৫ নম্বর গলিতে বোমাবাজি হয়। দুই দুষ্কৃতীদলের মধ্যে বোমাবাজি হয় ২০ নম্বর রেল কোয়ার্টার এলাকাতেও।
ওই রাতে শ্যামনগরের রাজু চক্রবর্তীর উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। ছুরির আঘাতেই মৃত্যু হয় তার। রাজুর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, প্রভু সাউয়ের খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে মুর্শিদাবাদে সফিউল হাসান নামে এক তৃণমূল নেতাকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে খুন করা হয়। মুর্শিদাবাদের হরহরপাড়ায় ভয়াবহ ঘটনা ঘটে। হুমাইপুর অঞ্চলের সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তারপর গুলি করে খুন করা হয়।