বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে! হুমকি পোস্টারে চাঞ্চল্য কোচবিহারে, তদন্তে পুলিশ
বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে। কোচবিহারের তুফানগঞ্জে পড়ল হুমকি পোস্টার। সেখানে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হল বিজেপি করলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নতুন বাজার এলাকায়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা নজরে আনা হয়েছে সংবাদমাধ্যমের। একইসঙ্গে পুলিশ-প্রশাসনের কাছেও নালিস জানানো হয়েছে তা নিয়ে।

কোচবিহারের তুফানগঞ্জের নতুন বাজার এলাকায় অজিত বসাকের দোকানে পড়েছে হুমকি পোস্টারে। সাদা কাগজে পেন দিয়ে লেখা- নতুন বাজারের কেউ যদি বিজেপি করে, তার মাথা কেটে নেওয়া হবে। নীচে লেখা, শুধু টিমসি থাকবে। কারও নাম বা সই, কিংবা পদ- এমন কিছু লেখা ছিল না।
[আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েতের কাজে বাধা নেই কৃষ্ণপুরের উপ-প্রধানের]
এই পোস্টারের পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন বাজার খোলার পরই প্রকাশ্যে আসে ঘটনা। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূল এভাবে এলাকাকে সন্ত্রস্ত করছে। ভয় দেখিয়ে তৃণমূল করাতে চাইছে সবাইকে। তৃণমূল না করলে তাঁকে খুন করে দেওয়া হবে, এমনই হুমকি দেওয়া হচ্ছে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের পাল্টা দাবি, এসব বিজেপির ষড়যন্ত্র। এলাকাতে ভীতি ছড়িয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: সিপিএম-সিপিআই মিশে যাচ্ছে! একান্ত আলাপচারিতায় রাজনৈতিক মহলে জোর জল্পনা]