For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি প্রার্থী হতে চাই, পুরভোটের আগে হাজার হাজার আবেদন পদ্মশিবিরে

বিজেপি প্রার্থী হতে চাই, পুরভোটের আগে হাজার হাজার আবেদন পদ্মশিবিরে

Google Oneindia Bengali News

সবাই পুরসভোটে বিজেপি প্রার্থী হতে চান। হিড়িক পড়ে গিয়েেছ রাজ্যে। প্রার্থী হতে চেয়ে হাজার হাজার আবেদন পত্র জমা পড়তে শুরু করেছে বিজেপি দফতরে। প্রার্থী কাদের করা হবে এই নিয়ে এখন হিমসিম খাচ্ছেন বিজেপি নেতারা।

প্রার্থী হতে চেয়ে আবেদন

প্রার্থী হতে চেয়ে আবেদন

শিয়রে পুরভোট। হাতে আর বেশিদিন সময় নেই। ঘর গোছাতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে বিজেপি শিবিরে তোরজোর একটু বেশি। বিধানসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে অমিত শাহরা। সেকারণেই পুরভোটেই তাঁদের ট্রায়াল রান। ইতিমধ্যেই পুরসভার ভোেটর প্রার্থী হতে চেয়ে হাজার হাজার আবেদন পত্র জমা পড়তে শুরু করেছে বিজেপির দফতরে। তাঁদের মধ্যে েথকে প্রার্থী বাছাই করতে হিমসিম খাচ্ছেন বিজেপি নেতারা।

তারকা প্রার্থী বাছাইয়ে জোর

তারকা প্রার্থী বাছাইয়ে জোর

সূত্রের খবর বিজেপি পুর এলাকায় প্রার্থী করার জন্য তারকাদের দিকে বেশি নজর দিয়েছে। টালিগঞ্জে সেলিব্রিটিদের প্রার্থী করার উপর জোর দিেত শুরু করেছেন দিলীপ ঘোষরা। বিজেপিতে যোগ দেওয়া টালিগঞ্জের বেশ কিছু সেলিব্রিটির কাছ থেকে বায়োডেটা চাওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন বিশিষ্টদের নব রাজ্য বিজেপি দফতরে জমা পড়েছে। সম্ভাব্য প্রার্থী তালিকায় তারকা প্রার্থীেদর পাশাপাশি বিশিষ্টরাও জায়গা করে নিতে চলেছেন বলে সূত্রের খবর।

সমীক্ষার ভিত্তিতে চূড়ান্ত হবে প্রার্থী

সমীক্ষার ভিত্তিতে চূড়ান্ত হবে প্রার্থী

হাজার হাজার আবেদন পত্র জমা পড়লেও সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে রাজ্য বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী করা নিয়ে বেসরকারি সংস্থাকে দিয়ে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করা হচ্ছে। উত্তর কলকাতায় ৬০টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে দক্ষিণ কলকাতা ও শহরতলির ২৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি।

মধ্যপ্রদেশে সরকারে মহানাটক কি এবার আস্থাভোটের দিকে! কোনপথে রাজনৈতিক গতিবিধি মধ্যপ্রদেশে সরকারে মহানাটক কি এবার আস্থাভোটের দিকে! কোনপথে রাজনৈতিক গতিবিধি

English summary
Thousends aplication want to BJP candidate in Muicipal election in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X