For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের নজরদারি এবার রাজ্যের হাসপাতালগুলির ওপর, করোনা রোগীর তথ্য জানাতে হবে সিপিএমএসে

কেন্দ্রের নজরদারি এবার রাজ্যের হাসপাতালগুলির ওপর, করোনা রোগীর তথ্য জানাতে হবে সিপিএমএসে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস চিকিৎসায় নতুন নিয়ম চালু করল স্বাস্থ্য দপ্তর। এবার থেকে প্রত্যেকটা হাসপাতালকে তাদের কোভিড–১৯ রোগীর সম্পূর্ণ তথ্য কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিপিএমএসে পাঠাতে হবে। এত কোভিড রোগীর ভর্তির তারিখ, চিকিৎসা ও হাসপাতাল থেকে সুস্থ বা মৃত্যুর তথ্য দিতে হবে।

কেন্দ্রের নজরদারি এবার রাজ্যের হাসপাতালগুলির ওপর, করোনা রোগীর তথ্য জানাতে হবে সিপিএমএসে


এই নির্দেশটি আগামী ১ অগাস্ট থেকে কার্যকর হবে। বুধবার এ সংক্রান্ত প্রথম পর্যায়ের প্রশিক্ষণ হয়েছে, যেখানে সিপিএমএসে কীভাবে তথ্য আপলোড ও শেয়ার করতে হয় তা শেখানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের ওপর পর্যবেক্ষণ করতে কিছুদিন আগেই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সিপিএমএসের সূচনা করা হয়েছে। স্বাস্থ্যভবনের একটি আদেশ অনুসারে এই সিস্টেমটি চালু করার উদ্দেশ্য হল ভর্তি সংক্রান্ত রোগীদের, চিকিৎসার সময় সতর্কতা স্কোর, ল্যাব তদন্তের রিপোর্ট এবং মৃত্যুর হারের বিষয়ে শতকরা তথ্য হাতের মুঠোয় পাওয়া।

ঢাকুরিয়া আমরি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর তীর্থঙ্কর বাগচি এ প্রসঙ্গে বলেন, '‌বুধবার ভার্চুয়াল প্রশিক্ষণের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে এই সিস্টেমটি আমরা ব্যবহার করব, কীভাবে ঘন ঘন তথ্য আপলোড করব সে বিষয়টি শেখানো হয়। সময়ের সঙ্গে সঙ্গে এখানে তথ্য আপলোড করতে হবে।’‌ কোভিড সংক্রমণের রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালকে সঙ্গে সঙ্গে রোগীর এসআরএফ (‌স্পেসিমেন রেফারেল ফর্ম)‌ সহ অন্যান্য তথ্য সিপিএমএসে আপলোড করতে হবে। প্রত্যেক রোগী ভর্তির সঙ্গে এখানে তার তথ্য, ভর্তির সময়কার উপসর্গ ও রোগীর অন্য কোনও রোগ রয়েছে কিনা তা নির্দিষ্ট করে জানাতে হবে। রোগীদের প্রাথমিক সতর্কতা স্কোরে দিনে অন্তত একবার সিস্টেমে প্রবেশ করতে হবে।

ইএম বাইপাস সংলগ্ন এক হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালগুলি আশা করছে রোগীদের প্রাথমিক তথ্য দিনে দু’‌বার দিতে সক্ষম হবে। এটার জন্য হাসপাতালগুলির অতিরিক্ত লোক চাই,যারা এই পদ্ধতিটি পরিচালনা করবে। তাও এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় যেখানে রোগীরা স্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে থাকবে এবং হাসপাতালগুলি এ বিষয়ে আরও স্বচ্ছতা আশা করছে। বুধবারের ভার্চুয়াল প্রশিক্ষণে হাসপাতালের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

 করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বেতন নিয়ে 'সুপ্রিম' বার্তা কেন্দ্রকে করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বেতন নিয়ে 'সুপ্রিম' বার্তা কেন্দ্রকে

English summary
this time the state hospitals are under the supervision of the center
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X