For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা 'আস্তাকুঁড় নিবাসী নেত্রী', অশোকের তোপে অস্বস্তিতে তৃণমূল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ২৬ নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় হলেন 'আস্তাকুঁড় নিবাসী নেত্রী' আর তাঁর আমলে পশ্চিমবঙ্গে 'গুন্ডাশাহী' গড়ে উঠেছে। এমনই মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্র। তাঁর এমন চোখা চোখা শব্দ ব্যবহারে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে গিয়েছে সব মহলে।

মৌলালি যুবকেন্দ্রে গতকাল একটি কনভেনশনের ডাক দেন আব্দুর রেজ্জাক মোল্লা, প্রসেনজিৎ বসু প্রমুখ বহিষ্কৃত সিপিএম নেতা। অসুস্থ শরীরে আসতে পারেননি বাম জমানার প্রথম অর্থমন্ত্রী অশোক মিত্র। ভিডিও কনফারেন্স করেন তিনি। বলেন, "এখন পশ্চিমবঙ্গে খুবই খারাপ সময়। কারণ একটি দলের হাল ধরে রয়েছে আস্তাকুঁড় নিবাসী এক নেত্রী। এদের মুখোশ খুলে দিতে হবে। যদি সমাজবিরোধীরা সরকার গঠন করে, তার মধ্যে নানা অন্তর্বিরোধ থাকে। এক্ষেত্রেও তাই হচ্ছে। গুন্ডাশাহী, দুর্নীতিশাহী চলছে। রোজ নানা অন্যায় হচ্ছে।"

এদিকে, অশোকবাবুর গুণমুগ্ধ তৃণমূল নেতারা এ সব শুনে থ। বামফ্রন্ট সরকার তথা জ্যোতিবাবু, বুদ্ধবাবুদের এতদিন বিঁধতেন অশোক মিত্র। সেটা ছিল তৃণমূলের কাছে পরম হর্ষের বিষয়। এ বার মমতার বিরুদ্ধে তোপ দাগায় অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সতর্ক প্রতিক্রিয়া, "অশোকবাবু বিদ্বান মানুষ। তাঁর মুখে এমন কথা শোভনীয় নয়।"

English summary
This is a regime of goons, Ashok Mitra lambasts Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X