For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নষ্ট হচ্ছে প্রমাণ, নৈহাটি বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মুকুল রায়

নৈহাটিতে বিস্ফোরণস্থল থেকে প্রমাণ সংগ্রহে গড়িমসির অভিযোগ। বিস্ফোরণের ২৪ ঘন্টা পরেও ফরেনসিক টিম না যাওয়ায় প্রমাণ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

নৈহাটিতে বিস্ফোরণস্থল থেকে প্রমাণ সংগ্রহে গড়িমসির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। বিস্ফোরণের ২৪ ঘন্টা পরেও ফরেনসিক টিম না যাওয়ায় প্রমাণ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে নৈহাটির বিস্ফোরণ মুকুল রায়ের অভিযোগ তৃণমূলের সময়ে রাজ্যে বোমা শিল্পই শুধু উন্নত হয়েছে।

১০ ফুট গভীর ৮ ফুট চওড়া গর্ত

১০ ফুট গভীর ৮ ফুট চওড়া গর্ত

বৃহস্পতিবার মজুত করা বাজি ও বোমার মশলা নষ্ট করতে গিয়ে হওয়া বিস্ফোরণে ১০ ফুট গভীর এবং ৮ ফুট চওড়া গর্ত হয়ে যায়। এদিন ঘটনাস্থলে যান সিআইডির আধিকারিকরা। সাধারণ মানুষকে এদিন বিস্ফোরণস্থলে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। এদিন বিস্ফোরণস্থলে গিয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।

নমুনা সংগ্রহ বম্ব ডিসপোজাল স্কোয়াডের

নমুনা সংগ্রহ বম্ব ডিসপোজাল স্কোয়াডের

বৃহস্পতিবারের বিস্ফোরণস্থলের পাশেই মিলেছে রুপোলি রঙের পাউডার। তদন্তকারীদের অনুমান বিস্ফোরণের জেরেই পাউডার ছড়িয়ে পড়ে।

২৪ ঘন্টা পরেও ফরেনসিক দল না যাওয়া নিয়ে প্রশ্ন

২৪ ঘন্টা পরেও ফরেনসিক দল না যাওয়া নিয়ে প্রশ্ন

অনেকেই বলছেন মজুত মশলার মধ্যে ছিল অন্য কিছু। যার জেরেই বিস্ফোরণে গঙ্গার দুই ধারে বিপুল ক্ষতি। তবে এই ধরনের বিস্ফোরণে ফরেনসিক দল সঠিক সময়ে না যাওয়ার প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা কুয়াশার জেরে অনেক প্রমাণ খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। ফরেনসিক এলাকায় যাওয়ার পরেই বোঝা যাবে বিস্ফোরকে মধ্যে কী কী ছিল।

বিস্ফোরক মুকুল রায়

নৈহাটির বিস্ফোরণ নিয়ে রাজ্যকে আক্রমণ বিজেপি নেতা মুকুল রায়ের। টুইট করে তিনি বলেছেন, বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে নয়, বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে। রাজ্য শুধুমাত্র বোমা শিল্পই উন্নত হয়েছে। কটাক্ষ করেছেন তিনি।

English summary
This is a bomb not fire cracker, Mukul Roy attacks Mamata Banerjee on Naihati Explosion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X