For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাগজ কুড়ানি নাম তার, কিন্তু গলায় লতা-আশার জাদু, দেখুন রানাঘাটের বিষ্ময় মহিলার ভিডিও

বাংলায় একটা প্রচলিত কথা আছে, যেখানে দেখিবে ছাই-উড়াইয়া দেখ তাই-পাইলেও পাইতে পার কিছু অমূল্য রতন। এমনই এক অমূল্য রতনের খোঁজ মিলিল রানাঘাটে। যার গান শুনে অবাক সকলে।

  • By Soumyabrata Chatterjee
  • |
Google Oneindia Bengali News

বাংলায় একটা প্রচলিত কথা আছে, যেখানে দেখিবে ছাই-উড়াইয়া দেখ তাই-পাইলেও পাইতে পার কিছু অমূল্য রতন। এমনই এক অমূল্য রতনের খোঁজ মিলিল রানাঘাটে। যার গান শুনে অবাক সকলে। পরস্পরের মুখে চাহনি, কেউ আবার হতবাক, বিষ্মিত-- ইনি কে? লতা-আশা না অন্য কেউ? আবারর অনায়সে গেয়ে দিচ্ছেন কুমার শানুদের হিট গান।

কাগজ কুড়ানি নাম তার, কিন্তু গলায় লতা-আশার জাদু, দেখুন রানাঘাটের বিষ্ময় মহিলার ভিডিও

রানাঘাটের রূপক বিশ্বাসের ফেসবুক প্রোফাইলে আপলোড হয়েছে এই বিষ্ময়কর গায়িকার ভিডিও। ভিডিওটি আপলোড করে রূপক লিখেছেন, এই মহিলা রানাঘাটের ইতি-উতি ঘুরে বেড়ায়। পাগলির মতো চেহারা নিয়ে বসে থাকে চার্চে। কিন্তু, এই পাগলি যখন গলায় সুর তোলে- তখন তা হয়ে ওঠে যেন কোকিলের কন্ঠ।

কাগজ কুড়িয়েই নাকি দিন যাপন এই মহিলার। চেহারায় মলিনতার ছোয়া সর্বত্র। কঠোর পরিশ্রমে ভেঙে গিয়েছে চোখ-মুখ। হাসলে বা কথা বললেও কোনওভাবে তা আকর্ষণ করবে না। কিন্তু, গান ওতেই যেন তাঁর পরিচয় দিয়ে দেন এইন কাগজ কুড়ানি। রূপকদের একের পর এক অনুরোধে অনায়সে গেয়ে চলেন সব হিট হিট গান। যা চোখ বন্ধ করে শুনলে মনে হতেই পারে কোনও পেশাদারি কন্ঠের আওয়াজ।

ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। সাড়ে সাত হাজারেরও বেশি লোক এই ভি়ডিওটি শেয়ার করেছেন। তেইশ হাজারেরেও বেশি মানুষ ভিডিও দেখেছেন এবং লাইকের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে।

English summary
The video of a female rag picker of Ranaghat is now viral on social media. She sings like a Lata Mangeshkar. Even she can sing the songs of Asha Bhonshle at ease.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X