For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, পড়ুয়াদের উদ্বেগের কথায় ভেবে অনেকটাই কমছে মাধ্যমিকের সিলেবাস

চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ, পড়ুয়াদের উদ্বেগের কথায় ভেবে অনেকটাই কমছে মাধ্যমিকের সিলেবাস

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের জেরে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এদিকে অফলাইন পঠনপাঠন বন্ধ হওয়ায় ভরসা একমাত্র অনলাইনেই। তাতেও বেকায়দায় পড়েছে একটা বড় অংশের পড়ুয়া। এদিকে করোনার করোনার দ্বিতীয় ঢেউ খানিক স্তিমিত হলেও বর্তমানে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে তৃতীয় ঢেউ। আর তাতেই বেড়েছে উদ্বেগ। এমতাবস্থায় আগামী বছর পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। আর তাই আগামী বছরের মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ।

৩০ থেকে ৩৫ শতাংশ কমছে সিলেবাস

৩০ থেকে ৩৫ শতাংশ কমছে সিলেবাস

সূত্রের খবর, পরীক্ষা নিয়ে দোলচলের মধ্যেই আগামী বছরের মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের উপর বাড়তি বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। তবে কবে ও কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি পর্ষদের তরফে। এদিকে করোনা সঙ্কটের জেরে চলতি বছরেও মাধ্যমিকের সিলেবাস ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পর্ষদের তরফে। ছোট সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে ঠিক করা হলেও কোভিড জোয়ারে সব বানচাল হয়ে য়ায়।

করোনা সঙ্কটের কথা মাথায় রেখেই সিলেবাসে কাটছাঁট

করোনা সঙ্কটের কথা মাথায় রেখেই সিলেবাসে কাটছাঁট

অবশেষে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতেই তৈরি হয় রেজাল্ট। পাশা করে যায় একশো শতাংশ পড়ুয়াই। এদিকে আগামী বছর করোনার গতিবিধি ঠিক কী হতে চলেছ এখনই নিশ্চিত ভাবে বলতে পারছেন না কেউই। কিন্তু আগামী অক্টোবরের মধ্যেই দেশের করোনার পরিস্থিতির ঘোরতোর অবনতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী তার রেশ গড়াতে পারে আগামী বছরেও। আর তাই আগেভাগেই পড়ুয়াদের দুশ্চিন্তা কমাতে মাঠে নামল পর্ষদ। অন্যদিকে উচ্চমাধ্যমিকের সিলেবাসেও দ্রুত রদবদল করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

পুজো মিটতেই খুলছে স্কুল?

পুজো মিটতেই খুলছে স্কুল?

এদিকে করোনার কারণে এখনও দশম শ্রেণির অফলাইন ক্লাস শুরু হয়নি। বড়জোর দুর্গাপুজোর ছুটির পরে খুলতে পারে স্কুল । কিন্তু তাতেও রয়েছে সংশয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে দুর্গাপুজো-ভাইফোঁটা কাটিয়ে খুলতে পারে স্কুল-কলেজ। অনেকই বলছেন এখনও মাস দুয়েক পর স্কুল খুললেও পর্ষদের নির্ঘণ্ট মেনে পরীক্ষা হলে আগের সিলেবাসে পড়াশোনা শেষ করতে হাতে বিশেষ সময় থাকবে না পড়ুয়াদের। তাই বাড়তি সিলেবাসের বোঝা কমাতে পর্ষদের সিদ্ধান্তই সঠিক বলে মনে করছে অনেকে।

অন্যান্য বোর্ডেও কমছে সিলেবাস

অন্যান্য বোর্ডেও কমছে সিলেবাস

এদিকে ইতিমধ্যেই সিলেবাস কাটছাঁটের রাস্তায় হেঁটেছে সিআইএসসিই-ও। নয়া সিদ্ধান্ত অনুয়ায়ী আগামী শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচির ৫০ শতাংশের উপর প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। বাকি ৫০ শতাংশের উপর পরীক্ষা হবে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। সিলেবাস কমেছে আইএসসি-র দ্বাদশেও। শেষ পাওয়া খবর অনুযায়ী আইএসসি-র দুই সেমেস্টারে পরীক্ষা হবে ৭০ থেকে ৮০ নম্বরে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
third-wave-of-corona-is-making my eyes syllabus of madhyamik is reducing considering the concerns of students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X