করোনা লকডাউনের মাঝে নদিয়ায় দরিদ্রদের সাহায্য একদল বৃহন্নলার
করোনার জন্য দেশ জুড়ে লকডাউনে রাজ্যের পিছিয়ে পড়া মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন একদল বৃহন্নলা।

অহরহ শোনা যায়, তাদের উপদ্রবের কথা। কেউ বলেন লোকাল ট্রেনে আবার কেউ বা বলেন দূরপাল্লার ট্রেনে জোর করে টাকা নিয়েছেন বৃহন্নলা। একথাও শোনা যায় যে অভিশাপ দিয়ে টাকা নিচ্ছেন তারা। বৃহন্নলাদের অত্যাচারে অতিষ্ট নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। দেশ তথা এরাজ্যেও চলছে লকডাউন। আর এর ফলে বহু মানুষই আজ কর্মহীন এবং গৃহবন্দি। দৈনন্দিন জীবনে কাজ না করলে তাদেরকে অনাহারে জীবনযাপন করতে হয়। তাদেরকে সাহায্য করতে এগিয়ে এলেন একদল বৃহন্নলা।
এদিন দুপুরে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়া দাসপাড়ায় প্রায় দেড়শো জনের দুস্থ মানুষের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু এবং সোয়াবিন। এই বৃহন্নলাদের জীবিকা উপার্জনের উৎসই সাধারণ মানুষ। বাড়ি বাড়ি গিয়ে অর্থ উপার্জন করেন এরা। আর আজ মানুষ বিপদে। তাই এইভাবে মানুষের পাশে থাকতে পেরে ভীষণ খুশি ওনারা। ওনাদের কাজ কর্মে অনেক সময় অনেকে খুশি হন না। কিন্তু আজকের দিনে ওনাদের এই মানবিকতা দেখে তারাও খুশি।