For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাজারদরের এই হাল, নাভিঃশ্বাস মধ্যবিত্তের

লক্ষ্মীপুজোর প্রসাদে চাই আপেল , নাশপাতি , খেজুর, নারকেল নাড়ু। আর এই সমস্ত ফলের দাম এখন আকাশ ছোঁয়া।

  • |
Google Oneindia Bengali News

ধনদেবীর আরাধনায় আয়োজিত লক্ষ্মীপুজোর জোগাড় করতে গিয়েই নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্ত বাঙালির। প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোর সময় থেকেই লাফ দিয়ে বেড়ে চলেছে ফলমূল শাক সবজির দাম। আর এই বেড়ে চলা দ্রব্যমূল্যের জন্য লক্ষ্মীপুজোর আনন্দে খানিকটা ভাঁটা পড়েছে।

লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাজারদরের এই হাল, নাভিঃশ্বাস মধ্যবিত্তের

বছরে একবারই হয় এই কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীকে ভরিয়ে রাখতে তাই সবরকমের আচার উপাচারে ব্যস্ত বাঙালি। তবে সেই আয়োজন সারতেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সবজির বাজার থেকে শুরু করে ফলমূলের অগ্নিমূল্য।

লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাজারদরের এই হাল, নাভিঃশ্বাস মধ্যবিত্তের

লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাজারদরের এই হাল, নাভিঃশ্বাস মধ্যবিত্তের

লক্ষ্মীপুজোর প্রসাদে চাই আপেল , নাশপাতি , খেজুর, নারকেল নাড়ু। আর এই সমস্ত ফলের দাম এখন আকাশ ছোঁয়া। ভোগ ও লাবড়া আয়োজনের জন্য় প্রয়োজনীয় সবজি হল ফুলকপি, বেগুন, পটল। যা আপাতত অগ্নিমূল্য বাজারে। শুধু শাক সব্জি নয়, লক্ষ্মীপুজোর প্রতিমার দামও আগের বছরের থেকে বেশ বেড়েছে। বিক্রেতাদের দাবি, জিএসটি-র জন্য বাড়ছে প্রতিমার দামও। লক্ষ্মীপুজোতেই বাজার এই পর্যায়ে অগ্নিমূল্য হলে, আসন্ন কালীপুজো ও ভাইফোঁটায় কী দাঁড়াবে তা নিয়ে চিন্তায় বাঙালি।

English summary
things gets costly on the eve of laxmi puja in bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X