For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঙ্গীর মৃত্যু, এখনও বেঁচে বিশ্বাস হচ্ছে না! শান্তিপুর কাণ্ডে অসুস্থদের কলকাতায় নেওয়ার সিদ্ধান্ত

বিশ্বাস হচ্ছে না এখনও বেঁচে আছেন। এরকমই অবস্থা হাসপাতালে ভর্তি ২৮ জনের। একসঙ্গে বসে মদ খেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই এক মহিলা-সহ মৃত্যু হয়েছে ১২ জনের।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বাস হচ্ছে না এখনও বেঁচে আছেন। এরকমই অবস্থা হাসপাতালে ভর্তি ২৮ জনের। একসঙ্গে বসে মদ খেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই এক মহিলা-সহ মৃত্যু হয়েছে ১২ জনের। ওই মদ খাওয়ার পরও যাঁরা বেঁচে রয়েছেন, তাঁরা বলছেন, বিষমদ আর নয়।

সঙ্গীর মৃত্যু, এখনও বেঁচে বিশ্বাস হচ্ছে না! শান্তিপুর কাণ্ডে অসুস্থদের কলকাতায় নেওয়ার সিদ্ধান্ত

এদিকে স্থানীয় হাসপাতালে ভর্তি থাকাদের কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক।

একইসঙ্গে বসে মদ খেয়েছিলেন। কেই হারিয়েছেন ভাইকে। কেই মাকে। একে একে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন, দুলারচান, বুটো, কাশীনাথ ভালোয়া। সবাই মাহাত সম্প্রদায়ের। রয়েছেন অন্যরাও । যেমন গৌতম শর্মা, মুন্না রাইদের মতো অনেকে।

কারও মৃত্যু হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। কারওবা শক্তিনগর জেলা হাসপাতালে। কেই মারা গিয়েছেন কল্যাণীর জেএনএম হাসপাতালে। অন্যদিকে ভালোয়া মাহাতর মৃত্যু হয়েছে গঙ্গার ওপর পারে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

মৃত বা আশঙ্কাজনকদের বেশিভাগ মদ খেয়েছিলেন মঙ্গলবার রাতে। মঙ্গলবার রাতে যাঁরা শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের চৌধুরী পাড়ায় ছিলেন তাঁদের অনেকই এখন চিরতরে হারিয়ে গিয়েছেন। যাঁরা বেঁচেছেন তাঁদের অনেকেই শুধু কাঁদছেন। কান ধরে বলছেন আর বিষ মদ খাবো না।

যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের পরিজনরা বাড়িতে সিঁটিয়ে রয়েছেন। ভয়, যদি মৃত্যু মিছিলে সামিল হয় তাদের পরিবারের সদস্য।

English summary
They have taken hooch in Shantipur at the same time, but some dead and some alive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X