For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোপওয়েতে মুড়বে দার্জিলিং, যুক্ত হবে সিকিমও, জেনে নিন বিস্তারিত

ফের আকাশ পথে জুড়ছে বাংলা ও সিকিম। ফের বলা এই কারণেই হেলিকপ্টার এবং বিমান পরিষেবা তো ছিলই এবার রোপওয়েতে জুড়বে দুই রাজ্য। সিকিমের নামচি থেকে কালিম্পং হয়ে ডুয়ার্সের মধ্যে এই রোপওয়ের পথ তৈরি হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ফের আকাশ পথে জুড়ছে বাংলা ও সিকিম। ফের বলা এই কারণেই হেলিকপ্টার এবং বিমান পরিষেবা তো ছিলই এবার রোপওয়েতে জুড়বে দুই রাজ্য। সিকিমের নামচি থেকে কালিম্পং হয়ে ডুয়ার্সের মধ্যে এই রোপওয়ের পথ তৈরি হচ্ছে। রাজ্যের পর্যটন দফতর পুরো কাজটির দায়িত্বে রয়েছে।

রোপওয়েতে মুড়বে দার্জিলিং, যুক্ত হবে সিকিমও, জেনে নিন বিস্তারিত

পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, বিশেষ করে পর্যটকদের কথা মাথায় রেখে এই কাজটি করা হলেও, যাত্রী পরিষেবার দিকটিকেও মাথায় রাখা হচ্ছে। রোপওয়ে চালু হলে দু-রাজ্যের সম্পর্ক আরও জোরদার হবে বলেই জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

শেষ উত্তরবঙ্গ সফরে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই রোপওয়ের উদ্যোগ। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, ২৮ টি প্রকল্পের অনুমোদনের জন্য পূর্ত দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হল এই রোপওয়ে। এছাড়াও মিরিক থেকে থরবু চা বাগান পর্যন্ত অপর একটি রোপওয়ে চালু করার উদ্যোগ নিয়েছে পর্যটন দফতর।

বিনয় তামাং-এর নেতৃত্বাধীন জিটিএ বোর্ড আরও তিনটি রোপওয়ে চালুর পরিকল্পনা করেছে। রুটগুলি হল বাতাসিয়া থেকে রক গার্ডেন, ডেলো থেকে রেলি, গিদ্দা পাহাড় থেকে রোহিনী।

English summary
There will be a ropeway route between West bengal and Sikkim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X