For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটের আগেই সুখবর, হাজার হাজার নতুন পদে নিয়োগের ঘোষণা রাজ্যে

রাজ্যে ফের নতুন চাকরির সুযোগ। সরকারি পর্যায়ে প্রায় ২০০০ পদে পাকা চাকরি দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই জন্য অনুমোদন মিলেছে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ফের নতুন চাকরির সুযোগ। সরকারি পর্যায়ে প্রায় ২০০০ পদে পাকা চাকরি দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই জন্য অনুমোদন মিলেছে। স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ-সহ একাধিক দফতরে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে জোর

সূত্রের খবর অনুযায়ী, মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য ও পুলিশ বিভাগের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পুরভোটের আগে বিভিন্ন বকেয়া প্রকল্প শেষ করার ওপরও জোার দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে পূর্বভারতের প্রথম স্পোর্টস মেডিসিন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালেই এন্ডোক্রিনোলজির উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়োগের সিদ্ধান্ত

নতুন নিয়োগের সিদ্ধান্ত

স্বাস্থ্য দফতরের নতুন পরিকল্পনার রূপায়নে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে নার্স, মেডিক্যাল টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী এবং চতুর্থ শ্রেণির কর্মী। শিক্ষা ও পুলিশ দফতরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে নিয়োগের সংখ্যাটা প্রায় ২০০০-এর মতো।

পুরসভাগুলির জন্য নতুন প্রকল্পের অনুমোদন

পুরসভাগুলির জন্য নতুন প্রকল্পের অনুমোদন

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুরসভাগুলির পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয়। সূত্রের খবর অনুযায়ী,রাস্তা, আলোস পানীয় জল সরবরাহ, পয়ঃপ্রণালীর মতো বেশ কিছু প্রকল্পের জন্য বেশ কিছু প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এছাড়াও পুর এলাকাগুলিতে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার ওপরেও জোর দেওয়া হয়েছে।

English summary
There will be 2000 new jobs in State Govt in Bengal as devided by the cabinet meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X