For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের নদিয়া দখলে পাপ করেছিলেন! মুকুলের পাল্টা কী বলল মমতার দল

পাঁচবছর আগে বামেদের হাত থেকে নদিয়া জেলা পরিষদ দখল করতে তৃণমূল যে পদ্ধতি নিয়েছিল তা ঠিক নয়। আর সেই পদ্ধতির প্রধান রূপকার হিসেবে তিনি পাপ করেছিলেন। কৃষ্ণনগরে বললেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

পাঁচবছর আগে বামেদের হাত থেকে নদিয়া জেলা পরিষদ দখল করতে তৃণমূল যে পদ্ধতি নিয়েছিল তা ঠিক নয়। আর সেই পদ্ধতির প্রধান রূপকার হিসেবে তিনি পাপ করেছিলেন। কৃষ্ণনগরে গিয়ে এমনটাই বললেন তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় নেতা তথা বর্তমানে বিজেপির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায়। দলের প্রাক্তন সাথীর এই বক্তব্যের কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের নদিয়া দখলে পাপ করেছিলেন! মুকুলের পাল্টা কী বলল মমতার দল

কৃষ্ণনগরে জেলা বিজেপির কর্মিসভায় যোগ দিয়েছিলেন মুকুল রায়। সেখানেই তিনি পাঁচবছর আগেকার কাজে জন্য ক্ষমা চেয়েছেন মুকুল রায়। পাপ-কাজের বিস্তারিত না জানালেও, মুকুল রায় বলেন, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদে জিততে পারত না তৃণমূল। কিন্তু তাঁর পাপ কাজের ফলেই তৃণমূল নদিয়া জেলাপরিষদে ক্ষমতা দখল করে। তবে কী সেই পাপ কাজ তা জানার জন্য তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করার পরামর্শ দিয়েছেন মুকুল রায়।

কর্মিসভায় যোগ দিয়ে ফেরার পথে গাড়িতে ওঠার মুখে মুকুল রায় বলেন, নদিয়ার মানুষের কাছে পাপ কাজের জন্য তিনি ক্ষমা চাইছেন।

বিরোধীদের অভিযোগ, পাঁচ বছর আগে ২০১৩-র ২২ জুলাই নির্দিষ্ট সময়ের পরেও, নদিয়ার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছিল। অভিযোগ, সেই ভোট দিয়েছিল তৃণমূল। সেটাই পাপ কাজ কিনা, তা অবশ্য বলতে চাননি মুকুল রায়।

তবে তৃণমূলের বিরোধিতা করার জন্য জেলায় জেলায় বহু মানুষকে যে নার্কোটিক কেস দেওয়া হচ্ছে তা উল্লেখ করেছেন মুকুল রায়।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য মুকুল রায়ের বক্তব্যের কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ওঁকে অনেককিছুর প্রায়শ্চিত্ত করতে হবে। দলকে ব্যবহার করে মুকুল রায় বড় হয়েছেন বলেও কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়।

English summary
There was a sin made by him in last Panchayat election says Mukul Roy in his Nadia Visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X