For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিকে উচ্ছাস অন্যদিকে ক্ষোভ, প্রচারে এসে উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চন মল্লিককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

একদিকে উচ্ছাস অন্যদিকে ক্ষোভ, প্রচারে এসে উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চন মল্লিককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

Google Oneindia Bengali News

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। এ বছরের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় টলিউড তারকাদের রমরমা বাজার। এতে যদিও কিছু পুরনো তৃণমূল নেতা চটেছেন ঠিকই। তবে টলি তারকাদের প্রচারে কোনও খামতি দেখা যাচ্ছে না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন টলিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক। মঙ্গলবার রাতে কাঞ্চনকে নিয়ে কোন্নগরের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল।

একদিকে উচ্ছাস অন্যদিকে ক্ষোভ, প্রচারে এসে উত্তরপাড়ার প্রার্থী কাঞ্চন মল্লিককে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া


আসলে এই কেন্দ্রের নবগ্রামে প্রচার করলেও কাঞ্চন মল্লিক কানাইপুরের দলীয় কর্মী ও ভোটারদের কাছে যেতে পারেননি। আর তাই নিয়েই ক্ষোভ কানাইপুরের বাসিন্দাদের। এরই মধ্যে আবার তৃণমূলের '‌বহিরাগত’‌ তকমার জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের মতে, উত্তরপাড়ায় কাঞ্চন আসলে '‌বহিরাগত’‌। তবে তারকা প্রার্থী মোক্ষম জবাব দিয়েছেন। মঙ্গলবার নবগ্রামে এসে কর্মীদের উদ্দেশ্যে কাঞ্চন মল্লিক বলেন, '‌আপনারা বলবেন আমাকে কী করতে হবে।’‌ বহিরাগত প্রসঙ্গ টেনে কাঞ্চন বলেন, '‌আমায় শুধু কোন্নগর বা নবগ্রাম নয়, গোটা রাজ্যের মানুষ ড্রয়িংরুমের টিভিতে দেখেন। তাহলে আমি বহিরাগত হলাম কি করে?‌’‌ কাঞ্চন এও বলেন যে তিনি একজন কৌতুকাভিনেতা এবং তাঁর কাজ মানুষকে হাসানো এবং তিনি সেটাই করতে এসেছেন।

এদিন রাতে কাঞ্চনের কোন্নগরের নবগ্রাম ও কানাইপুরের দলীয় নেতা–নেত্রীদের সঙ্গে নির্বাচনের কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা থাকলেও তিনি নবগ্রামে এসে নেতা–কর্মীদের সঙ্দে কথা বলেন। কিন্তু তাঁর এক আত্মীয় আচমকা অসুস্থ হয়ে পড়ায় তিনি কানাইপুরের কর্মসূচি বাতিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আর এতেই ক্ষেপে যান কানাইপুরের কর্মীরা। যদিও কানাইপুরের বাসিন্দা ও কর্মীরা জানিয়েছেন যে তাঁরা প্রার্থী নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। তবে কাঞ্চন মল্লিক জানিয়েছেন যে তিনি পরের বার অবশ্যই কানাইপুর বাসীর মন জয় করবেন।

তৃণমূলের প্রাক্তনী মুকুলই বিজেপির প্রধান স্থপতি, মমতার চিন্তা কমাতে পারছেন না পিকেও তৃণমূলের প্রাক্তনী মুকুলই বিজেপির প্রধান স্থপতি, মমতার চিন্তা কমাতে পারছেন না পিকেও

English summary
TMC Uttarpara candidate Kanchan Mallick angered residents during campaigning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X