For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে মোদী-শাহের পরিকল্পনা! জল্পনা রাজ্য বিজেপির সংগঠন নিয়ে

২০১৯-এ কেন্দ্রে ক্ষমতা দখলের পর বিজেপির লক্ষ্য ২০২১-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল। একের পর এক রাজ্য বিজেপির দখলে এলেও বাংলা অধরাই থেকে গিয়েছে বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ কেন্দ্রে ক্ষমতা দখলের পর বিজেপির লক্ষ্য ২০২১-এ পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল। একের পর এক রাজ্য বিজেপির দখলে এলেও বাংলা অধরাই
থেকে গিয়েছে বিজেপির। ২০১৯-এ রাজ্যে লোকসভার আসন কয়েকগুণ বৃদ্ধি পাওয়া আশা বেড়েছে। আশ্বস্ত করছেন মুকুল রায় কিংবা দিলীপ ঘোষরা। যদিও আশ্বাসবাণীতে ভরসা না করে একেবারে দিল্লি থেকেই নজরদারির পরিকল্পনা নিয়েছেন মোদী আমিত শাহরা। অন্তত সূত্রের খবর এমনটাই।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক

বেশ কিছুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক সেরে ফেলেছেন মোদী অমিত শাহরা। সূত্রের খবর অনুযায়ী, যেসব নেতার সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের মধ্যে ছিলেন বিজেপির তরফে শিবপ্রকাশ এবং আরএসএস-এর প্রদীপ যোশীর সঙ্গে। দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর পর তা কী ভাবে আরও ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বেশ কয়েকজনের বাদ পড়ার আশঙ্কা

বেশ কয়েকজনের বাদ পড়ার আশঙ্কা

রাজ্য বিজেপির সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় বাদ পড়তে পারেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। তাদের কাজে মোদী অমিত শাহরা সন্তু নন বলেই জানা গিয়েছে।

দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ

দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ

রাজ্য বিজেপির সংগঠনে দেখা যেতে পারে বেশ কয়েকটি নতুন মুখ। রাজ্য কমিটিতে নতুন মহিলা মুখকে আনা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী এখনও রাজ্যের ১০ টি সাংগঠনিক জেলার সভাপতি পদে বদল বাকি রয়েছে। সেগুলির বদল অবশ্যম্ভাবী বলে জানা গিয়েছে।

English summary
There may be big change in the state BJP's organisation near futute to fulfil target 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X