বজায় থাকবে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে আরও ৩ ডিগ্রি, বার্তা হাওয়া অফিসের
কেটে গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। ঢুকছে উত্তরে হাওয়া। যার জেরে আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশের তাপমাত্রা আরও নামবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি। তা আগামী কয়েকদিনে বারো ডিগ্রিতে নেমে যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুঙ্ক থাকবে। তবে তরাই ডুয়ার্সের তাপমাত্রা ৯ ডিগ্রির নিচে নেমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গেও আপাতত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রিতে। আর আশপাশের এলাকায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ৯ ডিগ্রিতে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৩
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ১২.৬
ব্যারাকপুর ১৪.৩
বর্ধমান ১৩.২
ক্যানিং ১৬
কোচবিহার ৯.৬
দার্জিলিং ৪
ডায়মন্ডহারবার ১৫.৪
দিঘা ১৬
কৃষ্ণনগর ১৫.৮
মালদহ ১২.৯
পুরুলিয়া ১০.৪
শিলিগুড়ি ১১.১
শ্রীনিকেতন ৯.৯