For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের রাস্তায় নেই পুজোর বিজ্ঞাপন, নিউ নর্মালে এবার ডিজিটাল প্রচার

Google Oneindia Bengali News

কোভিড–১৯–এর মধ্যেও দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু চলছে জোরকদমে। পাড়ায় পাড়ায় পুজো কমিটির উদ্যোক্তারা ব্যস্ত পুজো নিয়ে। তবে এ বছর প্রচার চলবে ভার্চুয়ালি। নিউ নর্মালে ডিজিটালে পুজোর প্রচার করবে বড় বড় পুজো উদ্যোক্তারা।

নিউ নর্মালে এবার ডিজিটাল প্রচার


অন্যান্য বছর শহরের রাস্তা ঢাকা পড়ে যায় পুজোর বিজ্ঞাপন–হোর্ডিংয়ে। কোন রাস্তায় কোন পুজোর বিজ্ঞাপন দিলে মানুষের চোখে পড়বে তা নখদর্পনে পুজো কমিটিদের। পুজোর বহু আগে থেকেই তাই ফুতপাত দখল করে বিজ্ঞাপনের জন্য বাঁশ পড়তে শুরু করে দেয়। অন্তত গত বছর পর্যন্ত এই দৃশ্যই ধরা পড়েছিল শহরের রাস্তায়।

তবে এ বছর পরিস্থিতি আলাদা। তাই রাস্তায় নেই পুজোর প্রচারে বড় বড় বিজ্ঞাপন। দৃশ্য দূষণও অনেক কম। যা নিয়ে প্রতিবছরই সরব হন পরিবেশবিদরা। এ বছর ডিজিটালেই সব কিছি সারা হবে। বিজ্ঞাপন থেকে পুজোর লড়াই সব এবার ভার্চুয়াল। স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে বিজ্ঞাপনদাতাদের। তবে করণীয় তো কিছু নেই। যদিও এ বছর রাস্তার ধারে থাকা বারান্দাগুলি বিজ্ঞাপনের হোর্ডিংয়ের হাত থেকে রেহাই পেয়েছে।

English summary
This year, the organizers of the Pujo Committee will launch a digital campaign in Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X