For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

সপ্তাহ তিনেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্য থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় ৮ থেকে ১০ অক্টোবর। এবার সেই তারিখের অনেক আগেই পুজো। তাই পুজোর সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে হাজির থাকবে

  • |
Google Oneindia Bengali News

মাঝে সপ্তাহ তিনেক সময়। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু সবার মনেই প্রশ্ন, এবারের পুজোয় কি বৃষ্টি হবে? বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ আবহবিদরা।

দুপুরে কিংবা বিকেলে আকাশ কালো করে এসে বৃষ্টি। পুজোর বাজারে বেরিয়ে কেনাকাটা যতটাই হোক কাকভেজা হয়ে ফিরছেন অনেকেই। সকলের মনেই প্রশ্ন পুজো তো এসে গেল, বৃষ্টি আর কতদিন? আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্য থেকে বর্ষা সাধারণত বিদায় নেয় ৮ থেকে ১০ অক্টোবর। তার পরেই বৃষ্টি চলতে থাকে। এবার সেই তারিখের অনেক আগেই পুজো। তাই পুজোর সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে হাজির থাকবে এটাই স্বাভাবিক।

এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

গত কয়েক বছরের পুজোয় বৃষ্টির হিসেব কষলে দেখা যায়, গত বছর পুজোয় সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল। আর ২০১৩-তে নবমী-দশমী ভাসিয়েছিল ঘূর্ণিঝড় পিলিন। তাই মৌসুমী বায়ুর সঙ্গে নিম্নচাপ হাজিরা দিলেই পুজোর আবহাওয়া বদলে যেতে পারে নিমেষেই।

এবারের পুজোতেও কি বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর, জেনে নিন

আপাতত, মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর উত্তর থেকে দক্ষিণে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

English summary
There is high chances of rain in this puja. South west monsoon stays in west bengal till 8-10 October. This year puja is before that date.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X