For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র 'ফাঁস'! মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় বিভ্রান্তি

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। ২০১৮ সাল লেখা একটি প্রশ্নপত্র হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়ার জেরেই বিভ্রান্তি ছড়ায়। বিষয়টি নিয়ে কোনও বিভ্রান্তি নেই বলেই জানিয়ে পর্ষদ।

  • |
Google Oneindia Bengali News

পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। ২০১৮ সাল লেখা একটি প্রশ্নপত্র হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়ার জেরেই বিভ্রান্তি ছড়ায়। যদিও বিষয়টি নিয়ে কোনও বিভ্রান্তি নেই বলেই জানিয়েছেন পর্যদ সভাপতি। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে পর্ষদের তরফে।

হোয়াটস অ্যাপে প্রশ্নপত্র ফাঁস! মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় বিভ্রান্তি

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। শেষ দিনে জীবন বিজ্ঞানের পরীক্ষা। পরীক্ষা শুরু আগেই বিভিন্ন হোয়াটস অ্যাপ গ্রুপে ২০১৮-র মাধ্যমিকের জীবন বিজ্ঞান প্রশ্ন বলে একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। ফলে বিভ্রান্তি ছড়ায় ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে।

যদিও মঙ্গলবারের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্রের কোনও মিল নেই বলেই জানিয়েছে মধ্য শিক্ষা পর্যদ। পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানিয়েছেন, ২০১৭ সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের মডেল প্রশ্ন পত্র পুরমুর্দ্রণ করে ২০১৮ লিখে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উত্তক্ত এবং বিভ্রান্ত করতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পাশাপাশি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগেও বিষয়টি নিয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

English summary
There is confusion about Life Science question paper of Secondary Examination of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X