মসজিদের তহবিল তছরুপ নিয়ে গণ্ডগোল! ফের অশান্ত টিটাগড়
ফের উত্তপ্ত টিটাগড়। এরই মধ্যে গুলি চালানোর অভিযোগও উঠেছে। এবার আর দুই গোষ্ঠী কিংবা বিজেপি তৃণমূল নয়, মসজিদের তহবিল তছরূপ নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

টিটাগড় মণ্ডল পাড়াল জানে মসজিদ। এলাকায় নাম করা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসজিদের বয়স প্রায় ১০০ বছর। দান করা জমিতে গড়ে উঠেছিল মসজিদ। এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পড়তে এই মসজিদেই যান। অভিযোগ যে দুই ব্যক্তি গুলি চালিয়েছেন তাদের পূর্বপুরুষরাই মসজিদের নামে ছয় কাঠা জমি দান করেছিলেন।
স্থানীয়দের দাবি মসজিদের জমির পরিমাণ ছিল ১৫ কাঠা। বারবার বলা সত্ত্বেও জমি রেডিস্ট্রি করে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আরও অভিযোগ পরিবারটি মসজিদের তহবিলও হাতিয়ে নিচ্ছে।
[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি মিটমাট করতে মসজিদের ট্রাস্ট ও স্থানীয় বেশ কয়েকজন জমির মালিক মফিজুল ইসলাম এবং এআর রহমানদের বাড়িতে গেলে, বন্দুক নিয়ে তেড়ে আসে। অভিযোগ গুলিও চালায় তারা। এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায়।