For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদিকে বলো কার্যত প্রত্যাখ্যান! তৃণমূলের বর্ষীয়ান নেতাকে নিয়ে জল্পনা শুরু

দিদিকে বলো কর্মসূচিতে তৃণমূলের যেসব নেতাকে কার্যত দেখা যায়নি তাঁদের মধ্যে অন্যতম তমোনাশ ঘোষ। তিনি তৃণমূলের পুরনো নেতাদের মধ্য অন্যতমও বটে।

  • |
Google Oneindia Bengali News

দিদিকে বলো কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকে কার্যত দেখা যায়নি তাঁদের মধ্যে অন্যতম তমোনাশ ঘোষ। তিনি তৃণমূলের পুরনো নেতাদের মধ্য অন্যতমও বটে। পরপর দুবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষের পদেও রয়েছেন তমোনাশ ঘোষ। এমনই এক নেতার এই পরিস্থিতিতে জল্পনা তৈরি
হয়েছে রাজনৈতিক মহলে।

দলের কর্মলূচিতে যাচ্ছেন না তমোনাশ

দলের কর্মলূচিতে যাচ্ছেন না তমোনাশ

সূত্রের খবর অনুযায়ী, দলীয় কর্মসূচিতে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন তিনি। তৃণমূলের দাবি অনুযায়ী, দলের সাম্প্রতিক যে কর্মসূচি সাফল্য পেয়েছে, সেই দিদিকে বলোতেই তমোনাশ ঘোষকে দেখা যায়নি। সূত্রের খবর অনুযায়ী তিনি জানিয়েছেন, এলাকায় সংগঠন যেভাবে চলছে তাতে তিনি খুশি নন। বিষয়টি তিনি দলনেত্রীর পাশাপাশি শীর্ষনেতাদের জানিয়েছেন বলো দাবি করেছেন।

দলের পরামর্শ

দলের পরামর্শ

বিধানসভায় তাঁকে নিয়মিত পাওয়া গেলেও, ফলতায় তাঁকে প্রায় দেখাই যায় না। সূত্রের খবর অনুযায়ী, দল থেকে আপাতত তাঁকে ফলতায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তমোনাশকে নিয়ে 'দ্বন্দ্ব'

তমোনাশকে নিয়ে 'দ্বন্দ্ব'

স্থানীয় সূত্রে জানান গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে, একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী এই নেতার। লোকসভা ভোটেও তাঁকে কাজ করার কোনও সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ।
ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডায়মন্ডহারবার কেন্দ্রের মধ্যে রয়েছে ফলতা বিধানসভাও। ফলে সেখানে যুব তৃণমূল অনেকটাই শক্তিশালী। সেই যুব তৃণমূল কংগ্রেসের সঙ্গেই মতবিরোধ তৈরি হয়েছে প্রাচীনপন্থী এই নেতার। এমনটাই খবর স্থানীয় সূত্রে।

English summary
There is a speculation on future of TMC MLA Tamonash Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X