For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভা করলেন যোগী আদিত্যনাথ! বিজেপি প্রার্থীর অনুপস্থিতি নিয়ে জল্পনা

কেন্দ্রে গিয়ে সভা করছেন হেভিওয়েট নেতা। অথচ প্রার্থীই অনুপস্থিত। ঘটনাটি বনগাঁর। সূত্রের খবর অনুযায়ী, সভা শুরুর আগে বিজেপির নেতারা নাকি খেয়ালই করেননি সেখানকার প্রার্থী শান্তনু ঠাকুর সভায় অনুপস্থিত।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রে গিয়ে সভা করছেন হেভিওয়েট নেতা। অথচ প্রার্থীই অনুপস্থিত। ঘটনাটি বনগাঁর। সূত্রের খবর অনুযায়ী, সভা শুরুর আগে বিজেপির নেতারা নাকি খেয়ালই করেননি সেখানকার প্রার্থী শান্তনু ঠাকুর সভায় অনুপস্থিত। যোগী ভাষণ দিয়ে চলে যাওয়ার পরে দিনভর চলে জল্পনা। পরে প্রার্থীর কাছের লোকেরা দাবি করেন, গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী প্রার্থী শান্তনু ঠাকুর।

ভোট ভাগাভাগি চাইছেন না মতুয়া সমাজের একাংশ

ভোট ভাগাভাগি চাইছেন না মতুয়া সমাজের একাংশ

তৃণমূলের দাবি, ভোট ভাগাভাগি চাইছেন না মতুয়া যুব সমাজের একাংশ। রাজনীতি মুক্ত ঠাকুরবাড়ি চান অনেকেই। মতুয়াদের এই মতের একটা অংশ প্রথমের দিকে শান্তনু ঠাকুরের পাশে থাকলেও, পরে সরে যায় বলে সূত্রের খবর। ফলে 'মুষড়ে' পড়েছেন শান্তনু ঠাকুর।

(ছবি সৌজন্য: সারা ভারত মতুয়া মহাসংঘের ফেসবুক পেজ)

তৃণমূলের দাবি

তৃণমূলের দাবি

সূত্রের খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনা তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য বড় টাকার দাবি করেছিলেন শান্তনু ঠাকুর। কিন্তু দলের তরফ থেকে সেই টাকা দেওয়া হয়নি। ফলে সরে গিয়েছেন শান্তনু ঠাকুর।

[আরও পডুন:লোকসভার তৃতীয় দফা : আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদী][আরও পডুন:লোকসভার তৃতীয় দফা : আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদী]

শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ মহলের দাবি

শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ মহলের দাবি

শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ মহলের তরফ থেকে জানানো হয়েছে, প্রচণ্ড গরমের জেরে রবিবার রাত থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই রাতে চিকিৎসক এসে চিকিৎসা করেন। দেওয়া হয় স্যালাইন। বিছানা থেকে উঠতে না পারায় যেতে পারেননি যোগীর সভায়। কিন্তু দলীয় নেতৃত্বকে কি জানানো হয়েছিল, সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাবে, তারা জানিয়েছেন সময় পাওয়া যায়নি।

মনোনয়ন পেশের পর শান্তনু ঠাকুরের এই আচরণে কার্যত বিপাকেই পড়েছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, শান্তনুর কথা পৌঁছে গিয়েছে অমিত শাহের কানেও।

[আরও পড়ুন: ইভিএম-এর সামনে বাড়তি লোক! মালদহে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে][আরও পড়ুন: ইভিএম-এর সামনে বাড়তি লোক! মালদহে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে]

(সারা ভারত মতুয়া মহাসংঘের ফেসবুক পেজ)

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
There is a speculation about Bongaon BJP candidate's absence in Yogi's meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X