For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তির সন্ধানে তৃণমূল বিধায়ক! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

ফের খবরের শিরোনামে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। তাঁর এক ফেসবুক পোস্ট ঘিরেই বিতর্ক ছড়িয়েছে। শীলভদ্র দত্ত লিখেছেন, মুক্তির সন্ধানে রয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ফের খবরের শিরোনামে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। তাঁর এক ফেসবুক পোস্ট ঘিরেই বিতর্ক ছড়িয়েছে। শীলভদ্র দত্ত লিখেছেন, মুক্তির সন্ধানে রয়েছেন তিনি।

পঞ্চায়েতে ১০০ দিনের কাজে অনিয়মসহ একাধিক অভিযোগ! স্থানীয়দের আন্দোলনে সমর্থন বিজেপিরপঞ্চায়েতে ১০০ দিনের কাজে অনিয়মসহ একাধিক অভিযোগ! স্থানীয়দের আন্দোলনে সমর্থন বিজেপির

রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কের অবনতি

রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কের অবনতি

সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি ব্লকস্তর ও জেলায় রদবদল নিয়ে রাজ্যসভার এক সাংসদের সঙ্গে কথা কাটাকাটি হয়। যার জেরে তাঁর সঙ্গে সম্পর্কের অবনতিও হয়। এরপরেই ফেসবুক পোস্ট করেন তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত।

বিধায়কের ব্যাখ্যা

বিধায়কের ব্যাখ্যা

যদিও শীলভদ্র দত্ত বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সেই কথাই তিনি তুলে ধরতে চেয়েছেন।

দলবদলের শরিক নন তিনি

দলবদলের শরিক নন তিনি

গত বছর লোকসভা নির্বাচনের পরেই দলবদল করেন মুকুল পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। সেই সময় জল্পনা ছড়া.য় শীলভদ্র দত্তও দল ছাড়ছেন। যদিও সেই সময় তিনি ফেসবুক বার্তায় পরিষ্কার করে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন তিনি। তিনি লেখেন, ৫ দিন হাসপাতালে ভর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন, তাঁর সঙ্গেই আছেন।

 বিদ্রোহ করেছিলেন ২০১৫ সালে

বিদ্রোহ করেছিলেন ২০১৫ সালে

এই শীলভদ্র দত্তই বিদ্রোহ করেছিলেন ২০১৫ সালে। যার জেরে তাঁকে পরিষদীয় সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিধানসভা অধিবেশনে না থেকে তাঁকে দেখা গিয়েছিল দিল্লিতে মুকুল রায়ের পাশে।

English summary
There is a controversy over facebook post of TMC MLA Silbhadra Dutta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X