For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-কৃষ্ণনগরে জোড়া বিস্ফোরণ! ঘটনাস্থল পরিদর্শনে 'নতুন' কারণ ফরেনসিকের

রাজ্যের দুপ্রান্তে দুই রান্না ঘরে বিস্ফোরণ। কিন্তু অক্ষত গ্যাস সিলিন্ডার। একটি বিস্ফোরণ হয় কসবা থানার আরকে রোড এলাকার একটি আবাসনে। অপর বিস্ফোরণটি হয় কৃষ্ণনগরের কোতয়ালির সরকারি অফিসারের বাড়িতে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের দুপ্রান্তে দুই রান্না ঘরে বিস্ফোরণ। কিন্তু অক্ষত গ্যাস সিলিন্ডার। একটি বিস্ফোরণ হয় কসবা থানার আরকে রোড এলাকার একটি আবাসনে। অপর বিস্ফোরণটি হয় কৃষ্ণনগরের কোতয়ালির সরকারি অফিসারের বাড়িতে। কেউ আহত না হলেও, বিস্ফোরণে দুটি বাড়িরই ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণে আতঙ্কও ছড়ায় দুটি জায়গাতেই।

কলকাতা-কৃষ্ণনগরে জোড়া বিস্ফোরণ! ঘটনাস্থল পরিদর্শনে নতুন কারণ ফরেনসিকের

কসবায় ফরেনসিক দল পরিদর্শনের পর জানায়, বদ্ধ জায়গায় রাখা গ্যাস সিলিন্ডার থেকে বাষ্প উৎপন্ন হওয়ার জেরেই এই বিস্ফোরণ।

বুধবার রাতে হঠাৎ বিস্ফোরণ কসবা থানা এলাকার আরকে চ্যাটার্জি রোডের এক আবাসনে। বিস্ফোরণে নির্দিষ্ট আবাসন ছাড়াও আশপাশের বাড়িরও জানালার কাঁচ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল। নতুন সংগ্রহ করেন তাঁরা।
ফরেনসিক দলের সদস্যরা জানান, বিস্ফোরণ হলেও, গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে। বদ্ধ জায়গায় সিলিন্ডার থেকে বাষ্প তৈরি হয়েই বিস্ফোরণ বলে জানিয়েছেন তাঁরা। বাষ্প তৈরির হওয়ার বিষয়টা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এক্ষেত্রে জানালা খুলে দেওয়ার পরে গ্যাস জ্বালানো কিংবা আলো জ্বালানো কিংবা কোনও ইলেকট্রনিক জিনিস চালানো উচিৎ। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

প্রায় একই ধরনের ঘটনা কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার নগেন্দ্রনগরে। সরকারি আধিকারিকের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বাড়িটির বেশ ক্ষতি হয়। কিন্তু এক্ষেত্রেও গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল বলে জানা গিয়েছে।

English summary
There are two explosions in kitchens in two different parts of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X