রাজ্যে কমেছে শিশুমৃত্যুর হার, স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে বরাদ্দ : মমতা
একের পর এক প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা অনেকদিন আগেই নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পের আওতায় এনেছেন সাড়ে সাত কোটি রাজ্যবাসীকে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে বর্তমানে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়েছেন প্রায় তিনগুণ।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, "আজ আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা সুরক্ষা দিবস। আমরা বাংলার সমস্ত সরকারি হাসপাতালের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ৪৩ মাল্টি স্পেশালিটি হাসপাতাল করেছে আমাদের সরকার। রাজ্যের সাড়ে সাত কোটি মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে আমাদের সরকার।"
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্য খাতে একের পর এক নতুন উদ্যোগ নিয়ে এসেছেন। রাজ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর গড় হার ৩২ থেকে কমে বর্তমানে ২৫-এ দাঁড়িয়েছে, এবং প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে এখন ১০১-এ। এই সমস্ত কিছুকেই নিজেদের একটা বড়সড় সাফল্য বলে দাবি করছে তৃণমূল সরকার। তাছাড়াও স্বাস্থ্য খাতে গত আট বছর বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার। ২০১১ তে রাজ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৬৮২ কোটি টাকা যা বর্তমানে ৯৫৫২.৭০ কোটি টাকা।
২০০১ সালে জঙ্গি হামলার পর আরও আঁটোসাঁটো হয়েছে সংসদ ভবনের নিরাপত্তা